FASTag New Guideline: জারি হয়ে গেল নতুন নির্দেশিকা, FASTag-এর সঙ্গে লিঙ্ক করাতে হবে এতকিছু

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টোল ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য ২০১৯ সাল থেকে চালু করা হয় FASTag। দীর্ঘ পাঁচ বছর পর এবার FASTag নিয়ে নতুন একটি নির্দেশিকা (FASTag New Guideline) জারি করা হলো। যে নির্দেশিকা অনুযায়ী FASTag রয়েছে এমন বেশ কিছু গাড়ির মালিকদের একটি কাজ সেরে ফেলতে হবে। আর তা না হলে তাদের FASTag বাতিল বা ব্ল্যাক লিস্টেড হতে পারে।

Advertisements

আগে দেশের প্রত্যেক টোল প্লাজায় যানবাহন নগদে টোল ট্যাক্স দিতে। এর ফলে যেমন টোল প্লাজাগুলিতে দীর্ঘ লাইন পড়তো, ঠিক সেই রকমই আবার সাধারণ মানুষদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যেত। এমন একটি বড় সমস্যা থেকে উদ্ধার করেছে FASTag। কেননা এখন টোল প্লাজায় যানবাহন যাওয়ার পর FASTag স্ক্যান করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টোল ট্যাক্স আদায় হয়ে যায়।

Advertisements

FASTag নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে নতুন নির্দেশিকা জারি হয়েছে তা ১ আগস্ট থেকে লাগু হলো। নতুন এই নির্দেশিকা অনুযায়ী বেশ কিছু FASTag ব্যবহারকারী রয়েছেন যাদের কেওয়াইসি করাতে হবে। কেওয়াইসি করানোর ক্ষেত্রে ৩১ অক্টোবরের মধ্যে। FASTag নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা মেনে চলতে হবে প্রত্যেক গাড়িচালক অথবা গাড়ির মালিক এবং FASTag প্রদানকারী সংস্থাগুলিকে।

Advertisements

আরও পড়ুন ? Ambani In Paris Olympics: বিয়ের পর হানিমুন কোথায়? অনন্ত-রাধিকা এখন বাবা-দিদির সঙ্গে অলিম্পিক্সে

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে গাইডলাইন প্রকাশ করেছে সেই গাইডলাইন অনুযায়ী FASTag প্রদানকারী সংস্থাগুলি যে সকল FASTag তিন থেকে পাঁচ বছর আগে জারি করেছে সেই সকল FASTag এর কেওয়াইসি করাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। এক্ষেত্রে গাড়িচালক বা গাড়ির মালিকরা তাদের FASTag কেওয়াইসি করানোর জন্য তিন মাস সময় পাবেন। নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কেওয়াইসি আপডেট করানো বাধ্যতামূলক।

এর পাশাপাশি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের গাইডলাইনে জানিয়েছে, তিন থেকে পাঁচ বছরের পুরাতন FASTag কেওয়াইসি করানোর পাশাপাশি যাদের FASTag পাঁচ বছরের বেশি পুরাতন তাদের জন্য নতুন করে FASTag ইস্যু করতে হবে। এর পাশাপাশি গাড়ি কেনার ৯০ দিনের মধ্যে FASTag এর সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আপডেট করাতে হবে। FASTag এর সঙ্গে লিংক থাকতে হবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও চেসিস নম্বর। এছাড়াও গাড়ির মালিক বা চালকের মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।

Advertisements