NPS Account Login New Rule: বদলে যাচ্ছে NPS অ্যাকাউন্ট লগ-ইন-এর নিয়ম! নতুন নিয়ম চালু হবে ১ এপ্রিল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম-এ যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য বিভিন্ন সময় নিয়মে পরিবর্তন আনা হয়। সেই রকমই এবার নতুন একটি নিয়ম জারি হতে চলেছে, যে নিয়ম জারি করা হচ্ছে PFRDA এর তরফ থেকে। নতুন এই নিয়ম জারি হবে আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল থেকে। নতুন নিয়ম মূলত অ্যাকাউন্ট লগইন (NPS Account Login New Rule) করার ক্ষেত্রে প্রযোজ্য।

Advertisements

PFRDA-এর তরফ থেকে নতুন যে নিয়ম লাগু করা হতে চলেছে সেই নিয়ম না জানলে অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারবেন না। যে কারণে নতুন এই নিয়ম জারি হওয়ার আগেই নিয়ম সম্পর্কে জেনে নেওয়া দরকার। যাতে করে নিয়ম লাগু হয়ে যাওয়া অর্থাৎ নতুন মাস থেকে অ্যাকাউন্ট লগইন করার সময় কোন সমস্যায় পড়তে না হয়।

Advertisements

PFRDA-এর তরফ থেকে নতুন যে নিয়ম লাগু করা হতে চলেছে সেই নিয়ম অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডারদের সুরক্ষার জন্যই লাগু করা হবে। নতুন নিয়ম লাগু হয়ে যাওয়ার পর আর অ্যাকাউন্ট লগইন করার সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেই হবে না। এর সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে টু স্টেপ ভেরিফিকেশন কোড। যে কোড না দেওয়া পর্যন্ত কোনোভাবেই অ্যাকাউন্ট হোল্ডাররা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না।

Advertisements

আরও পড়ুন ? NPS Account reopen rules: বন্ধ হয়ে গেলেও চিন্তা নেই, এবার এই পদ্ধতিতে সহজেই খুলে পেনশন অ্যাকাউন্ট

এখন প্রশ্ন হল এই টু স্টেপ ভেরিফিকেশন কোড কোথায় আসবে? NPS অ্যাকাউন্ট লগইন করার জন্য অ্যাকাউন্ট হোল্ডারদের https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html ওয়েবসাইটে ভিজিট করতে হয় এবং সেখানে থাকা PRAIN/IPIN অপশনে ক্লিক করতে হয়। এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল তাতে ওই অপশনে ক্লিক করার পরই নতুন একটি উইন্ডো খুলে যায় এবং সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে লগইন করা যায়।

কিন্তু এবার লগইন করার সময় পরবর্তী স্টেপে একটি ওটিপি আসবে অ্যাকাউন্টের সংযুক্ত থাকা আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করার পরই অ্যাকাউন্ট লগইন হবে। মূলত অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্যই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থার ফলে অ্যাকাউন্ট ফোল্ডাররা এখন অনেক নিশ্চিন্ত থাকতে পারবেন তাদের অ্যাকাউন্ট নিয়ে।

Advertisements