Nuclear Battery: একবার চার্জ দিলে আর চিন্তা নেই ৫০ বছর! বিশ্বকে তাক লাগাচ্ছে চীন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Beta Volt’s Nuclear Battery will last 50 years on a single charge: বর্তমানে যতদিন এগোচ্ছে প্রযুক্তি ততই উন্নত হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির সবথেকে বড় উদাহরণ প্রকাশ্যে আনল চীন। চীনের একটি বড় আবিষ্কার স্মার্টফোনের দুনিয়াতে এনে দেবে আমূল পরিবর্তন। চার্জ দিন মাত্র একবার আপনার ফোন নিশ্চিন্তে পঞ্চাশ বছর চলে যাবে। এ কথা ভাবতেই অবাক লাগে কিন্তু এই অবাস্তব ভাবনাকে বাস্তবে রূপান্তর করেছে চীন। একটি বিশেষ ধরণের ব্যাটারি (Nuclear Battery) তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে, যা মোবাইল ফোন এবং ড্রোনগুলিতে ব্যবহার করা যেতে পারে।

Advertisements

যদি আপনি এই ব্যাটারি ব্যবহার করেন শুধুমাত্র একবার আপনাকে চার্জ দিতে হবে আপনি নিশ্চিন্তে থাকবেন প্রায় ৫০ বছর। একটি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে বেজিং ভিত্তিক বেটাভোল্ট একটি পারমাণবিক ব্যাটারি তৈরি করেছে। তবে অন্যান্য পারমাণবিক ব্যাটারি (Nuclear Battery) থেকে এটি সম্পূর্ণ আলাদা। অন্যান্য ব্যাটারি আকারে বড় হয়ে থাকে এটি একেবারেই তা নয়। বেটাভোল্ট -এর তৈরি পারমাণবিক ব্যাটারি একটি মুদ্রার আকারের, খুব সহজেই যেকোনো স্মার্টফোনে ইনস্টল করা যায়।

Advertisements

আসলে মানুষ কোনদিনও এমন ধরনের পারমাণবিক ব্যাটারি কল্পনাও করতে পারেনি। যার ফলে ভবিষ্যতের স্মার্টফোনগুলো হবে খুব হালকা এবং খুব স্লিম। এই পারমাণবিক ব্যাটারির (Nuclear Battery) জন্যই আগামী দিনের স্মার্টফোনগুলো চলবে পারমাণবিক শক্তিতে। এই পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি চিনে পরীক্ষা করা হয়েছে এবং শীঘ্রই ফোন এবং ড্রোনের মতো বাণিজ্যিক পণ্যগুলির জন্য পারমাণবিক ব্যাটারির উৎপাদন শুরু হয়ে যাবে।

Advertisements

আরও পড়ুন ? Lithium Deal: চীনের পেটের ভাত কাড়তে চলেছে ভারত! ব্যাটারি নিয়ে নতুন পদক্ষেপ কেন্দ্রের

কেমন শক্তি উৎপন্ন করতে পারবে নয়া এই পারমাণবিক ব্যাটারি? ব্যাটারিটি ৩ ওয়াটে ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন করবে। ২০২৫ সাল নাগাদ এর পাওয়ার আউটপুট ১ ওয়াট করতে হবে। বেটাভোল্ট কোম্পানি এমনটাও দাবি করেছে যে এই ব্যাটারির রেডিয়েশন কোনভাবেই মানুষের ক্ষতি করবে না। এমনকি পেসমেকারের মতো চিকিৎসা যন্ত্র তৈরি করা যাবে। এই ব্যাটারিতে আগুন ধরার কোনো সম্ভাবনা নেই। মাইনাস ৬০ থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করবে। বর্তমানে মোবাইল ফোনে লিথিয়াম-আয়ন (লি-আয়ন) ব্যাটারি ব্যবহার করা হয়। এই ধরনের ব্যাটারিগুলি তিনটি ভিন্ন অংশ দিয়ে তৈরি করা হয় যেমন একটি অ্যানোড, একটি ক্যাথোড ও একটি পৃথক ইলেক্ট্রোলাইট স্তর।

কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে এই পারমাণবিক ব্যাটারি (Nuclear Battery)? এই ব্যাটারিটি অ্যারোস্পেস, কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম এবং মাইক্রোফোন এবং ছোট ড্রোন এবং মাইক্রো রোবট -সহ উন্নত সেন্সরগুলিতে ব্যবহার করা যেতে পারে। নতুন এই আবিষ্কারের মাধ্যমে চিন বৈশ্বিক পর্যায়ে প্রযুক্তিতে একটি শীর্ষস্থানীয় অবস্থান অর্জন করতে পারে। ব্যাটারির প্রকৃত আকার 15 x15x5 মিমি হবে।

Advertisements