Nuclear Missile Submarine: চতুর্থ পারমাণবিক সাবমেরিন জলে নামলো একেবারে নিঃশব্দে, জব্দ হবে লালফৌজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Nuclear Missile Submarine: সামরিক বাহিনীর দিক থেকে আন্তর্জাতিক বিশ্বে চীন অত্যন্ত ক্ষমতাশীল একটি দেশ। ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রটি ক্রমশই তাদের আগ্রাসন নীতি বিস্তার করছে গোটা বিশ্বে। ক্রমশই দক্ষিণ চীন ও বঙ্গোপসাগরে বেড়ে চলেছে চীনা আগ্রাসন। চীনকে টেক্কা দিতে পিছিয়ে নেই ভারতও। তারাও রীতিমতো পাল্টা প্রস্তুতি নিয়েছে লালফৌজের চোখে চোখ রাখার জন্য। আজকের প্রতিবেদনে আমরা জানতে পারবো বিস্তারিতভাবে।

Advertisements

সমুদ্রে ভারতের অন্যতম শত্রুপক্ষ হল চীন। তাই বিরোধীপক্ষকে নাজেহাল করতে ‘নিঃশব্দে’ জলে নামল ভারত। ভারতের চতুর্থ পারমানবিক ডুবোজাহাজ (Nuclear Missile Submarine) জলে নেমেছে চীনকে জব্দ করতে। ডুবোজাহাজ এর নির্মাণ কাজ সম্পূর্ণ হলে চলতি বছরের ১৬ই আগস্ট বিশাখাপত্তনম শিপ বিল্ডিং সেন্টার থেকে সমুদ্রে নামানো হয়েছে ‘এস ৪’ কোড নামের এই সাবমেরিন।

Advertisements

সূত্র মারফত জানা গেছে যে, ১৬ই আগস্ট সমুদ্রে নামানো হয়েছিল এই সাবমেরিনটি। ১৫ই আগষ্ট দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তেলেঙ্গানায় চালু করেছিল একটি নেভাল স্টেশন। এই সাবমেরিনটি (Nuclear Missile Submarine) ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিতে ৭৫ শতাংশ দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই জলযান ৩,৫০০ কিলোমিটার আঘাত হানতে পারে এমন ‘কে ৪’ পরমাণু মিসাইল বহন করতে সক্ষম।

Advertisements

আরো পড়ুন: শত্রুর বুকে ভয় ধরাতে বাধ্য, শক্তিশালী অস্ত্রে পরিপূর্ণ ভারতীয় নৌসেনার অস্ত্র ভান্ডার

এখনো পর্যন্ত এই সাবমেরিনটিতে ব্যবহার করা হয়নি কোনো রকম সরকারি নাম। সেই কারণেই আপাতত কোড ‘এস ৪’ ব্যবহার করা হচ্ছে। নৌবাহিনীতে। গত ২৯শে আগস্ট ভারতের দ্বিতীয় পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্তকে যুক্ত করা হয়েছিল। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ২০২৫ সালে ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিঘাট নৌবাহিনীতে যুক্ত হবে। তারই মাঝখানে সমুদ্রে নামানো হলো দেশের চতুর্থ পারমানবিক সাবমেরিন (Nuclear Missile Submarine)।

লালফৌজ বহুদিন ধরেই নিজের আধিপত্য বিস্তার করে রেখেছিল দক্ষিণ চীন সাগর ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তাই চীনকে শায়েস্তা করতে ভারত নৌসেনার শক্তি বাড়িয়ে কোমর বেঁধে নেমে পড়েছে মাঠে। কেন্দ্রীয় সরকার এই বছরেই সবুজ সঙ্গে দিয়েছে পারমাণবিক সাবমেরিন তৈরির প্রকল্পে। বিষয়টি নিয়ে ৯ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেন। দীর্ঘ বৈঠকের পরেই এই সিদ্ধান্তে উপনীত হয় ক্যাবিনেট কমিটি। মোদি সরকার তারপরেই সিদ্ধান্ত নেয় সাবমেরিন তৈরির।

Advertisements