Nuclear Submarine: এবার ভারতেই তৈরি হবে পারমাণবিক সাবমেরিন, ৩৫ হাজার কোটির অনুমোদন দিলো কেন্দ্র

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Nuclear Submarine: এবার ভারতেই তৈরি হবে পারমাণবিক সাবমেরিন, ৩৫ হাজার কোটির অনুমোদন দিলো কেন্দ্র। রাজ্য জুড়ে চলছে উৎসবের মোরসুম। এরই মাঝে সুরক্ষা ব্যবস্থা আরো মজবুত করতে অভিনব উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে একটি নিরাপত্তা সংক্রান্ত কেবিনেট বৈঠকের আয়োজন করেছিল কেন্দ্র। সেই বৈঠকেই ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক আলোচনা করা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতীয় নৌ সেনাবাহিনীর হাতে দুটি পারমাণবিক ডুবোজাহাজ (Nuclear Submarine)! তুলে দেওয়া হবে এবং এই জাহাজগুলি তৈরি করা হবে ভারতেই।

Advertisements

বেশ কয়েকদিন ধরেই নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় উপকূলবর্তী এলাকায় এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করতে চাইছে সরকার। আন্তর্জাতিক সীমান্তে আরো মজবুত করতে চাইছে প্রতিরক্ষা ব্যবস্থা। আর সেই কারণেই নিজের দেশেই তৈরি করতে চলেছে দুটি পারমাণবিক ডুবো জাহাজ (Nuclear Submarine) যা দেওয়া হবে নৌবাহিনীকে।

Advertisements

খুব শীঘ্রই ভারতেই তৈরি করা হবে দু-দুটো পারমানবিক সাবমেরিন (Nuclear Submarine)। জাহাজ ২টি যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে নৌবাহিনীর কাছে হস্তান্তরিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। ভারত মহাসাগরের সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হতে চলেছে এই নতুন সাবমেরিনগুলির কারণে। পারমাণবিক শক্তিশালী তো এই ডুবোজাহাজগুলি মূলত আক্রমণকারী ডুবোজাহাজ হিসেবে প্রকাশিত হতে চলেছে।

Advertisements

আরো পড়ুন: শুধু ইজরায়েল নয় বর্তমানে ভারতের ঝুলিতেও আছে আয়রন ডোমের থেকে শক্তিশালী অস্ত্র

কেবিনেট বৈঠকে সাবমেরিন (Nuclear Submarine) তৈরি করা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের পর জোর কদমে শুরু হয়ে গেছে কাজ। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার কোটি টাকার অনুদান অনুমোদিত করা হয়েছে। বিশাখাপত্তনামে শিপ বিল্ডিং সেন্টারের সাথে স্বাক্ষরিত হয়েছে সাবমেরিন সংক্রান্ত চুক্তি। তবে এই চুক্তি কিন্তু হঠাৎ করে হয়নি। অনেকদিন ধরেই এই অভিনব উদ্যোগ নিয়ে কথাবাত্রা চলছিল।

অনেক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দুটি পারমানবিক ডুবো জাহাজ (Nuclear Submarine) বানানো হবে নৌ বাহিনীর জন্য। লারসেন এবং টুব্রোর মত বড় বড় সংস্থাগুলিও এই কাজে অংশ নিতে চলেছে। তবে এখানে আমেরিকার পক্ষ থেকে একসাথে ৩১ টি ফিডেটর ড্রোন কেনার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। এরমধ্যে ১৫ টী আছে নৌ সেনার কাছে।

Advertisements