ঠেলাগাড়িতে পান সিঙ্গারা বিক্রি করেই কোটিপতি ২৫৬ জন, চক্ষু চড়কগাছ আয়কর দপ্তরের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ঠেলাগাড়িতে পান সিঙ্গারা বিক্রি করে কেউ কোটিপতি হতে পারেন, এমনটা ভাবা যায়। তবে এমন কোটিপতি হওয়ার নজির কেবলমাত্র একজনের নয়, কমকরে ২৫৬ জন এমন নজির করেছেন। আর এই ঘটনা সামনে আসতেই চক্ষুচড়কগাছ আয়কর দপ্তরের।

ঠেলাগাড়িতে পান সিঙ্গারা বিক্রি করে কোটিপতি হওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের কানপুরে বিগ ডেটা সফটওয়্যার, আয়কর বিভাগ আর জিএসটি রেজিস্ট্রেশনের তদন্তে নেমে। এই যে সকল এমন কোটিপতির খোঁজ পাওয়া গিয়েছে তারা প্রত্যেকেই ঠেলা করে পান, চাট, সিঙ্গারা ইত্যাদি বিক্রি করেন। এমনকি যে সকল ব্যক্তিরা ভাঙাচোরা বিক্রি করেন তাদের কাছেও দামি দামি গাড়ি এবং কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। দৈনিক হিন্দুস্তানে প্রকাশিত খবর অনুযায়ী এই তথ্য জানা যাচ্ছে।

আসলে গরিব সেজে থাকা এই সকল কোটিপতি ব্যক্তিদের দীর্ঘদিন ধরেই খোঁজ চালাচ্ছিল আয়কর দপ্তর। যে সকল ব্যক্তিরা ট্যাক্স দেন তারা ছাড়াও গল্লি মহল্লায় যারা ব্যবসা করেন তাদের উপর দীর্ঘদিন ধরেই নজরদারি চালাচ্ছিল আয়কর দপ্তর। এই সকল ব্যক্তিদের তথ্য সংগ্রহ করার কাজ চালাচ্ছিল তারা। ধীরে ধীরে তথ্য সংগ্রহ করার এই কাজ সম্পূর্ণ হওয়ার পর পরিসংখ্যান দেখে সকলের মাথা ঘুরে যায়।

কানপুরে এমন প্রচুর ব্যবসায়ী রয়েছেন যারা গত চার বছর ধরে এক পয়সাও ট্যাক্স দেন নি। অথচ তারা এই সময়ে ৩৭৫ কোটি টাকার সম্পত্তি কিনেছেন। এদের নামে ৩০ কোটি টাকার হিসাব বিকাশপত্র কেনা রয়েছে। বিভিন্ন এলাকায় মোট ৬৫০ বিঘা জমি ক্রয় করা হয়েছে। সম্পত্তি কেনার পরিপ্রেক্ষিতেই এই সকল পরিসংখ্যান সামনে এসেছে। এই কানপুরের দুইজন ভাঙাচোরা ব্যবসায়ী ১০ কোটি টাকার সম্পত্তি কিনেছেন।