City of Millionaires: তরতরিয়ে বাড়ছে লাখপতি! ভারতের এই শহরে ১০ বছরের দ্বিগুণ হল বড়লোকেদের সংখ্যা

Prosun Kanti Das

Published on:

The number of millionaires has doubled in 10 years in this Indian city: সময়ের সাথে সাথে ভারতের অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে। প্রতিনিয়ত বেড়ে চলেছে লাখপতি ও কোটিপতি ভারতীয়দের সংখ্যা। সময় যত এগোচ্ছে, ভারতের অর্থনীতি ততটাই শক্তিশালী হচ্ছে। বিগত কয়েক বছরের মধ্যে তথাকথিত গরিব দেশ ভারতবর্ষের অর্থনীতিতে এসেছে আমল পরিবর্তন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইড গুলোতে অনেককে একটি প্রশ্ন বারবার সার্চ করতে দেখা গেছে। ভারতের কোন রাজ্যে বা কোন শহরে সব থেকে বেশি বড় লোকদের বাস? পৃথিবীর অন্তর্গত কোন দেশে, কোন শহরে (City of Millionaires) থাকেন সব থেকে বেশি মিলিনিয়ার, বিলিনিয়াররা? আজকের প্রতিবেদনে সেই প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব আমরা।

গত ১০ বছরে সব থেকে বেশি লাখপতি হয়েছে ব্যাঙ্গালোরের বাসিন্দারা। কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোর। মূলত ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত এই শহরটি। একাধিক নামকরা তথ্য প্রযুক্তি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের এই শহরে। ১০ বছরের ভিত্তিতে ব্যাঙ্গালোরে লাখপতির সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ হারে। তবে বিশ্বের মধ্যে সবথেকে বেশি বড়লোকদের বাস নিউইয়র্ক এ (City of Millionaires)। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত নিউইয়র্ক শহরে বসবাসকারী মিলিনিয়ারদের সংখ্যা প্রায় তিন লাখ ৫০ হাজারেরও বেশি। ৮.২৬ মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট এই শহরে ১০ বছরে লাখপতির সংখ্যা বেড়েছে ৪৮ শতাংশ।

২০১৩ সালে করা সমীক্ষা অনুযায়ী নিউইয়র্কে (City of Millionaires) প্রতি ৩৬ জনের মধ্যে একজনের আর্থিক সম্পত্তির পরিমাণ ছিল সাত অঙ্কের। ২০২৩ সালে করা সমীক্ষা অনুযায়ী, তা বেড়ে হয়েছে প্রতি ২৪ জনে একজন। তবে সম্প্রতি নিউইয়র্কে কোটিপতির সংখ্যা কিছুটা কমে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক ভিত্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ফ্লোরিডা। নিউইয়র্কের অনেক কোটিপতি ফ্লোরিডাতে স্থানান্তরিত হয়েছেন। তারপরও বড়লোকদের বাসস্থান হিসেবে প্রথম স্থান ধরে রেখেছে নিউইয়র্ক। এখানে বসবাসকারী ৭৪৪ জন ১০০ মিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক।

আরও পড়ুন ? Gold Jewelry Making Charge: সোনার গয়না কিনতে গিয়ে মেকিং চার্জে ঠকাচ্ছে না তো! রইল আসল হিসেব-নিকেশ

নিউইয়র্ক ও ফ্লোরিডা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি শহরেও লাখপতির সংখ্যা অনেকটাই বেড়েছে ১০ বছরে। শহরটির নাম মিয়ামি (City of Millionaires)। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, লাখপতি বাসিন্দাদের তালিকায় ৩৩ তম স্থান অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শহর মিয়ামি। গত ১০ বছরে মিয়ামিতে লাখপতির সংখ্যা বেড়েছে ৭৮ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে মিলিতভাবে রয়েছে সান ফ্রান্সিসকো, সান জোন্স, পালো অল্টো শহরগুলির নাম। এই শহরগুলির ৩ লাখ ৫৭ জনের কাছে রয়েছে ৭ অংকের আর্থিক সম্পত্তি।

এছাড়াও তৃতীয় স্থানে নাম রয়েছে জাপানের রাজধানী টোকিওর (City of Millionaires)। এই শহরের ২ লাখ ৯৮ হাজার ৩০০ জন বাসিন্দা লাখপতি। তবে ১০ বছরে এই হার ৫ শতাংশ কমেছে। সিঙ্গাপুরের এই শহরটি বর্তমানে কোটিপতিদের সেরা ডেস্টিনেশন হিসেবে চিহ্নিত হয়েছে। ২০২৩ সালে করা সমীক্ষা অনুযায়ী, সিঙ্গাপুরে ৩৪০০ জনের কাছে সব থেকে বেশি পরিমাণ সম্পত্তি রয়েছে। এছাড়া সমীক্ষা অনুযায়ী, লাখপতিদের সংখ্যা বেড়েছে চীনেও। চীনের সিনজিয়ান প্রদেশে ১০ বছরে লাখপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪০ শতাংশ। ১০ বছরের নিরিখে ভিয়েতনামের হো চি মিন সিটিতেও বেড়েছে লাখপতিদের সংখ্যা।