নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্য তথা দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে উঠছে। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমিতের সংখ্যার সাথে দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর ফলে করোনা একটি আতঙ্কের নাম হয়ে উঠেছে। কিন্তু আতঙ্কিত হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি দুর্বল হয়ে যায় তাই এই পরিস্থিতিতে সব থেকে জরুরি হলো মনোবল বজায় রাখা।
মানসিক দৃঢ়তার সাথে সাথে মনের মধ্যে আনন্দের আমেজ বজায় রাখতে পারলেই এই আতঙ্ককে কাটিয়ে করোনা যুদ্ধে জয়লাভ সম্ভব। তাই আসানসোল জেলা হাসপাতালের একজন নার্স সকলকে উজ্জীবিত করতে একটি উদ্যোগ নিয়েছেন।
করোনা যুদ্ধে মনোবল ও উৎসাহ অটুট রাখতে আসানসোল জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডেই পিপিই পরে নাচ শুরু করেন নার্স ইন্দ্রানী দত্ত। সিলেটি লোকগান ‘নয়া দামান’ এর সুরে পা মিলিয়েছেন তিনি। কোভিড ওয়ার্ডে তার এই নাচ সকল নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে, তাই স্বাভাবিকভাবেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
কোভিড ওয়ার্ডে এই নাচ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ইন্দ্রানী দত্ত জানিয়েছেন, “কোভিড রোগীদের মনে আনন্দ দিতে ও সর্বোপরি এই দমবন্ধ পরিবেশে নিজেদেরকেও একটু উৎসাহিত করবার জন্যই এই নাচ।”
Nurse at Asansol District Hospital to relax Covid-19 patients. pic.twitter.com/crAbAc5M7m
— MD AASIF KHAN (@khanmdaasif) June 7, 2021
প্রসঙ্গত, কোভিড যুদ্ধে নিজেদের উৎসাহিত করতে প্রথমসারির করোনা যোদ্ধাদের নাচ এই প্রথম নয়। এর আগেও মুম্বাইয়ের একজন ডাক্তার রিচা নেগি পিপিই পরে নাচ করে ভাইরাল হয়েছিলেন।