Sonarpur Oil House: বর্তমানে দুনিয়ার যত প্রযুক্তিগত উন্নতি ঘটছে ততই ঘটছে নানান ঘটনা। তেমনি প্রকাশ্যে এলো সোনারপুরের আশ্চর্যজনক ঘটনা। বাড়ির দেয়াল থেকে গড়িয়ে পড়ছে তেল। পরিমাণ এতই বেড়ে গেছে যে বাড়ির বাগানের গাছপালা ভর্তি হয়ে যাচ্ছে। কালো চটচটে তেলে। কোথা থেকে উদ্ভাসিত হচ্ছে এই তেল? উৎস খুঁজে না পেয়ে আতঙ্কিত সোনারপুরের ওই বাড়ির বাসিন্দারা। পরীক্ষা-নিরীক্ষার জন্য খবর দিল জিওলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। কি বললেন তারা এই বিষয়ে?
কোথায় ঘটেছে এই ঘটনা? ঘটনাটি ঘটেছে সোনারপুর (Sonarpur) পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। যদি নির্দিষ্ট স্থান বলতে হয় সেক্ষেত্রে গড়িয়ার ফরতাবাদ এলাকায় রতন সরকার বাবুর বাড়িতে। দেওয়াল থেকে বেরিয়ে আসছে কালো চটচটে তেল। তবে শুধু দেওয়াল নয়, বাড়ির জানালা, দরজা বিভিন্ন অংশ থেকে এই চিটচিটে তরল পদার্থ চুঁইয়ে পড়তে দেখে সরকার বাবুর পরিবার। যা দেখে আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের সদস্যের। কতদিন ধরে ঘটছে এই ঘটনা?
সূত্রের খবর, ৫০ বছর ধরে সোনারপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গড়িয়ার ফরতাবাদ এলাকায় বসবাস করছেন রতন সরকার বাবুর পরিবার। তবে প্রথম দিকে এমন কিছুই বাড়িতে ঘটেনি। তবে আচমকাই বেশ কয়েক মাস ধরে বাড়ির দেওয়াল থেকে এই তরল পদার্থ বেরিয়ে আসা লক্ষ্য করে পরিবারের সদস্যরা। কিন্তু কোথা থেকে বেরোচ্ছে তার সন্ধান তারা পান না। আর সেই উৎস খুঁজে বের করতেই পরীক্ষা-নিরিক্ষার সিদ্ধান্ত নেন সরকার বাবুর পরিবার।
আরও পড়ুন: বদলে গেলো ফোর্ট উইলিয়ামের নাম, কেনো এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার?
এই আশ্চর্যজনক ভয়াবহ পরিস্থিতি দেখে সোনারপুরের (Sonarpur Oil House) ওই পরিবার সিদ্ধান্ত নেন বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার। আর তার জন্য তারা নরেন্দ্রপুর থানা, যাদবপুর বিশ্ববিদ্যালয় জিওলজিক্যাল ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় বিষয়টি জানান। আর এই খবর পেয়ে নমুনা সংগ্রহের জন্য সোনারপুরের ওই বাড়িতে আসে জিএসআইয়ের প্রতিনিধিরা। তবে নমুনা সংগ্রহের পর বেড়েছে সেই তেল বেরোনোর পরিমাণ। কিন্তু কোথা থেকে বের হচ্ছে এই তেল?
তেলের উৎস বিষয়ে জানতে চাওয়া হলে GSI-এর প্রতিনিধি সৌরভ খাঁ বলেন তারা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। তবে প্রাথমিক পর্যায়ে তাদের অনুমান সোনারপুরের (Sonarpur) দেওয়াল থেকে চুঁইয়ে পড়া তেল কোনো পোড়া ভেজিটেবিলের তেল হতে পারে। যার উৎস মাটির নিচে বলেই মনে হচ্ছে তাদের। তবে পরীক্ষা হলে বিষয়টি নিশ্চিতভাবে জানাবেন বলে জানিয়েছে জিএসআইয়ের প্রতিনিধিরা।