লঞ্চ হয়ে গেল ওলার ইলেকট্রিক স্কুটার, রইলো মডেল অনুযায়ী দাম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ওলার ইলেকট্রিক স্কুটার নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ গ্রাহকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এমনকি এই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ হওয়ার আগেই লক্ষ লক্ষ মানুষ তা প্রি-বুকিং করে নিয়েছেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ আগস্ট এই ইলেক্ট্রিক স্কুটারটি লঞ্চ করলো ভারতে।

Advertisements

Advertisements

নেদারল্যান্ডের এই সমস্ত আপাতত দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে বলে জানা যাচ্ছে। এই দুটি ভ্যারিয়েন্ট মডেলের নাম হল S1 এবং S1 প্রো। পারফরমেন্সের দিক দিয়ে বিচার করলে দুটি মডেলে পার্থক্য রয়েছে। রাইডিং মোডের সংখ্যা, রংয়ের ভ্যারিয়েন্ট, বেসিক ডিজাইন সহ একাধিক ক্ষেত্রে এই দুই মডেল এর মধ্যে পার্থক্য রয়েছে। দামের ক্ষেত্রে বেশ ফারাক এই দুই মডেলের ক্ষেত্রে।

Advertisements

S1 মডেলের তুলনায় S1 প্রো মডেলে বেশ কিছু অতিরিক্ত ফিচার দেওয়া হয়েছে। যেমন ভয়েস কন্ট্রোল, হিল হোল্ড এবং ক্রুজ কন্ট্রোল ইত্যাদি। এছাড়াও এই মডেলে অতিরিক্ত সুবিধা রয়েছে দ্রুত অ্যাকসিলারেশন, অতিরিক্ত রেঞ্জ, তাড়াতাড়ি সর্বোচ্চ গতিতে পৌঁছনো।

গতিবেগের ক্ষেত্রেও এই দুটি ইলেকট্রিক স্কুটারে পার্থক্য রয়েছে। S1 মডেলের ক্ষেত্রে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। অন্যদিকে S1 প্রো মডেলের ক্ষেত্রে সর্বোচ্চ গতিবেগ ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টা। রাস্তায় এই স্কুটার দৌড়ানোর ক্ষেত্রে তিনটি মোড ব্যবহার করতে পারবেন চালকরা। নরমাল, স্পোর্টস এবং হাইপার মোডের মধ্যে যেকোনো একটি মোড ব্যবহার করে নিশ্চিন্তে রাস্তায় ১৮১ কিলোমিটার পর্যন্ত সফর করা যেতে পারে।

এখন অধিকাংশ মানুষের মধ্যেই কৌতুহল এই ইলেকট্রিক স্কুটারটির দাম কত? লঞ্চ হওয়ার পরেই এই ইলেকট্রিক স্কুটারটির দাম প্রকাশ্যে এসেছে। মডেল অনুযায়ী আলাদা আলাদা দাম রাখা হয়েছে। S1 মডেলের এক্স শোরুম প্রাইস হলো ৯৯,৯৯৯ টাকা S1 প্রো মডেলের এক্স শোরুম প্রাইস ১,২৯,৯৯৯ টাকা।

Advertisements