ভারতে লঞ্চ হলো Ola-র ইলেকট্রিক স্কুটার S1 ও S1 প্রো, একনজরে ফিচারের পার্থক্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গত ১৫ আগস্ট ভারতের বাজারে লঞ্চ হল Ola-র দুটি ইলেকট্রিক স্কুটার। যে দুটি ইলেকট্রিক স্কুটারের মডেল হল S1 এবং S1 প্রো। স্কুটার দুটির ক্ষেত্রে ফিচারে যেমন বেশ কিছু পার্থক্য রয়েছে ঠিক তেমনই দামেরও পার্থক্য রয়েছে। S1 মডেলের এক্স শোরুম দাম ৯৯,৯৯৯ টাকা এবং S1 প্রো মডেলের এক্স শোরুম দাম ১,২৯,৯৯৯ টাকা।

Advertisements

S1 মডেলের তুলনায় S1 প্রো মডেলে অতিরিক্ত বেশ কিছু ফিচার রয়েছে। যেগুলির মধ্যে অন্যতম হলো ভয়েস কন্ট্রোল, হিল হোল্ড, ক্রুজ কন্ট্রোল, দ্রুত অ্যাকসিলারেশন, অতিরিক্ত রেঞ্জ, তাড়াতাড়ি সর্বোচ্চ গতিতে পৌঁছনো ইত্যাদি।

Advertisements

S1 : ওলার এই ইলেকট্রিক স্কুটারের মডেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এর দুটি রাইডিং মোড রয়েছে। দুটি রাইডিং মোড হলো নরমেল এবং স্পোর্টস। যে দুটি রাইডিং মোডে ১১২ কিলোমিটার সফর করা যাবে। এই স্কুটারে যে মোটর রয়েছে তাতে ৮.৫ kW এবং ৫৮ Nm of maximum torque শক্তি উৎপন্ন হয়। এতে রয়েছে ২.৯৮ kWh ব্যাটারি প্যাক। ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে সময় লাগে মাত্র ৩.৬ সেকেন্ড। ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে যথাক্রমে সময় লাগে ৭ সেকেন্ড। এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। যে পদ্ধতি অনুযায়ী মাত্র ১৮ মিনিট চার্জ দিলে ৭৫ কিলোমিটার সফর করা যাবে। তবে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা ৪৮ মিনিট।

Advertisements

এছাড়াও রয়েছে একটি ভেহিকেল কন্ট্রোল ইউনিট, একটি অক্টা-কোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম এবং হাইস্পিড ৪জি কানেক্টিভিটি, ওয়াই-ফাই ও ব্লুটুথ পরিষেবা, রিভার্স পার্ক অ্যাসিস্ট ফাংশন। রয়েছে ১২ ইঞ্চির অ্যালুমিনিয়াম অ্যালয় হুইলস, ডিস্ক ব্রেক। ২২০ mm ফ্রন্ট ডিস্ক এবং ১৮০ mm রেয়ার ডিস্ক রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এছাড়াও রয়েছে CBS।

S1 প্রো : ওলার এই ইলেকট্রিক স্কুটারের মডেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ কিলোমিটার। এর তিনটি রাইডিং মোড রয়েছে। তিনটি রাইডিং মোড হলো নরমাল, স্পোর্টস এবং হাইপার। যে তিনটি রাইডিং মোডে ১৮১ কিলোমিটার সফর করা যাবে। এই স্কুটারে যে মোটর রয়েছে তাতে ৮.৫ kW এবং ৫৮ Nm of maximum torque শক্তি উৎপন্ন হয়। এতে রয়েছে ২.৯৮ kWh ব্যাটারি প্যাক। ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে সময় লাগে মাত্র ৩ সেকেন্ড। ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে যথাক্রমে সময় লাগে ৫ সেকেন্ড। এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। যে পদ্ধতি অনুযায়ী মাত্র ১৮ মিনিট চার্জ দিলে ৭৫ কিলোমিটার সফর করা যাবে। তবে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৬ ঘণ্টা ৩০ মিনিট।

এছাড়াও রয়েছে একটি ভেহিকেল কন্ট্রোল ইউনিট, একটি অক্টা-কোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম এবং হাইস্পিড ৪জি কানেক্টিভিটি, ওয়াই-ফাই ও ব্লুটুথ পরিষেবা, রিভার্স পার্ক অ্যাসিস্ট ফাংশন। রয়েছে ১২ ইঞ্চির অ্যালুমিনিয়াম অ্যালয় হুইলস, ডিস্ক ব্রেক। ২২০ mm ফ্রন্ট ডিস্ক এবং ১৮০ mm রেয়ার ডিস্ক রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এছাড়াও রয়েছে CBS। এছাড়াও রয়েছে হিল হোল্ড সিস্টেম, ক্রুজ কন্ট্রোল ফিচার, proximity lock/unlock, remote boot lock/unlock, অনবোর্ড নেভিগেশন, জিও ফেন্সিং, মোবাইল ফোনের কল এবং মেসেজ অ্যালার্ট, anti-theft অ্যালার্ম সিস্টেম ইত্যাদি।

Advertisements