হিমাদ্রি মণ্ডল : সিউড়ি পৌরসভার অন্তর্গত শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ ভেঙ্গে পড়ার ঘটনা এই নিয়ে তিন তিনবার। প্রথম দুবার সেই ভাবে কেউ আহত না হলেও তৃতীয় বারে গুরুতর আহত এক স্কুলছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুলছাত্রী বর্তমানে বর্ধমানে চিকিৎসাধীন।
সিউড়ির টিন বাজারে সোমবার সকালে আচমকা পুরাতন ওই বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটে। যে জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে ঠিক তার নিচে রয়েছে একটি দোকান। সেই দোকানেই এদিন সকালে ছোট গ্যাস ভরাতে এসেছিলেন দিশা ধীবর নামে ১১ বছরের ওই স্কুলছাত্রী। দুর্ঘটনার পর প্রথমে তাকে সিউড়ি সদর হাসপাতালে, পরে স্থানান্তরিত করা হয় বর্ধমানের একটি হাসপাতালে।
দোকানের পাশে থাকা অন্য এক ব্যবসায়ী জানান দীর্ঘদিন ধরে ওই দোকান মালিককে বলা হয়েছে বাড়িটি ভেঙে ফেলার জন্য। কিন্তু জমি হস্তান্তরের প্রক্রিয়া বাকি থাকায় সেটা করা যায়নি বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও প্রশ্ন তুলছেন পৌরসভাকে বারবার জানানো সত্ত্বেও পৌরসভা কোনো পদক্ষেপ নেয় নি।
দীর্ঘ দিনের পুরনো এই বাড়িগুলির মধ্যে এর আগেও সিউড়ির বাজার পাড়াতে হুরমুড়িয়ে ভেঙে পড়েছিল একটি দোতলা বাড়ি। তার কিছুদিন পরেই ভেঙে পড়ে সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে থাকা একটি বড় বিল্ডিংয়ের দেওয়াল। যদিও সেই ঘটনাগুলিতে কেউ আহত হয়নি।