From now on, old call history checking can be done very easily: বর্তমান যুগে মোবাইল ফোন ছাড়া একদণ্ড চলা সম্ভব নয়। শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজন নয় বিভিন্ন দরকারি কাজের ক্ষেত্রেও কিন্তু স্মার্টফোনের চাহিদা রয়েছে। একদিন কাছে মোবাইল না থাকলে আমরা যেনো চোখে অন্ধকার দেখি, কিভাবে সারাটা দিন কাটাব তাই ভাবতে থাকি। যোগাযোগ করার জন্য অবশ্যই কাছে ফোন থাকাটা জরুরী। এখন আপনার ফোনে মাত্র দেড় মাসের কল লিস্ট আপনি দেখতে পাবেন। কিন্তু এর থেকে বেশি দিনের কল লিস্ট চেক করতে হলে কি করবেন আপনি?
তবে আর চিন্তা করতে হবেনা Jio এবং Airtel গ্রাহকদের। তাদের জন্য থাকছে দুর্দান্ত কিছু সুযোগ(Call history checking)। আপনিও কি এই কোম্পানিগুলির গ্রাহক তাহলে পাবেন বিশেষ কিছু সুবিধা। তাহলে দেরি না করে আসুন দেখি নিই আজকের প্রতিবেদনে কোন কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।
অনেকেরই পুরনো কল হিস্ট্রি (Call history checking)চেক করার দরকার পড়ে, তবে লম্বা কল হিস্ট্রি দেখা সবার পক্ষে সম্ভব হয়না। কারণ নিজের ফোন থেকে তা দেখা সম্ভব নয়। কোন নম্বর থেকে কবে, কখন কথোপকথন হয়েছে সেটা দেখার জন্যও কল হিস্ট্রি চেক করার দরকার হয়। প্রায় কোনো বিশেষ কাজে আমাদের শেষ ছয় মাসের কল হিস্ট্রি সবথেকে বেশি দরকার লাগে। কিন্তু বিভিন্ন টেলিকম সংস্থার ক্ষেত্রে কল হিস্ট্রি চেক করার পদ্ধতি কিন্তু ভিন্ন হয়। Jio ও Airtel কাস্টমাররা কীভাবে শেষ ছয় মাসের কল হিস্ট্রি চেক করবেন সেটাই আলোচনা করা হবে এখানে।
আরও পড়ুন ? Airtel Discount Offer: ঘুম উড়ল Jio-র! এবার Airtel নিয়ে এলো টানা ৬ মাস ছাড়ের অফার
প্রথমে আলোচনা করে নেব জিও র বিভিন্ন সুবিধা সম্পর্কে। নিজের ফোন থেকে MyJio অ্যাপটি প্রথমে খুলুন। তারপর অ্যাপে লগ ইন করুন এবং আপনার Jio নম্বরটি দিয়ে দিন। এরপর আপনি মাই স্টেটমেন্ট অপশনটি খোঁজার চেষ্টা করুন। সেখানে যাবার পর কোন-কোন দিনের কল রেকর্ড আপনি পেতে চান, সেগুলি দিয়ে দিন। আপনার সামনেই চলে আসবে ছয় মাস বা তার অধিক সময়ের কল হিস্ট্রি(Call history checking)।
এরপর জানবো Airtel এর সুযোগ সুবিধা সম্পর্কে। তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দিন। ‘ইউসেজ ডিটেলস’ সেকশনে নেভিগেট করুন। তারপর আপনি একটা নির্দিষ্ট সময়ের কল রেকর্ড বা হিস্ট্রি দেখতে পাবেন। ছয় মাস নাকি তিন মাস পর্যন্ত কল হিস্ট্রি দেখতে চান, সেটা আপনাকে উল্লেখ করে সাবমিট করতে হবে। আপনার কল হিস্ট্রি স্ক্রিনে দেখানো হবে।