Frustrated with the work of the government, old man built the Second Hooghly Bridge at his own expense: ঘাটাল এলাকায় লোকসভা ভোটের জন্য জোর কদমে প্রচার চলছে। সরকার ও প্রতিপক্ষ উভয়ই নিজেদের মতন করে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। এই পরিস্থিতিতে সরকারের উপর আস্থা হারিয়ে ২৫ লক্ষ টাকা খরচ করে সেতু (Second Hooghly Bridge) নির্মাণ করলেন করলেন এক ব্যক্তি। মূলত ব্যক্তিগত উদ্যোগে কাঁসাই নদীর উপর এই সেতু নির্মাণ করেছেন তিনি। তাও আবার যেমন তেমন সেতু নয় একেবারে হুগলি সেতুর আদলে তৈরি করা হয়েছে এই সেতুটিকেও।
ওই ব্যক্তির নাম গোপাল মল্লিক। তিনি ডিঙি নৌকা করে নদী পারাপারের কাজ করতেন। তিনি এই কাজ করতে গিয়ে বহু মানুষকে অনেক কষ্ট করে পার হতে দেখেছেন। প্রতিদিন প্রত্যেকটা ট্রিপে ভালো ভিড় হয়। বর্ষাকালে সেই ভিড় আরো বেড়ে যায়। এই ভিড়ের মাঝে তিনি দেখেছেন কোলে বাচ্চা নিয়ে মহিলাদের ডিঙি পার হতে, প্রসূতির মাকে অনেক অসুবিধার মধ্যে পড়তে দেখেছেন। বয়স্কদের কষ্ট তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। কাঁদা পথ পেরিয়ে নদী পাড় করে এপার থেকে ওপার যাওয়া অনেকের কাছেই সমস্যাজনক। সেই সমস্যার সমাধান করতেই সেতু (Second Hooghly Bridge) বানানোর উদ্যোগ নেন তিনি।
উপার্জনের টাকা থেকে একটু একটু করে টাকা জমাতেন তিনি। প্রয়োজন মত সেই টাকা খরচ করেছেন। একসাথে থোক ২৪ থেকে ২৫ লক্ষ টাকা খরচ করে কাঁসাই নদীর উপর হুগলি সেতুর (Second Hooghly Bridge) ন্যায় একটি সেতু নির্মাণ করেছেন। এই সেতুটি নির্মাণের ফলে উপকৃত হয়েছে বেশ কয়েকটি এলাকার মানুষ। নন্দনপুর, বসন্তপুর, রবি দাসপুর, সৈয়দ করিম, গোবিন্দ নগর, বালক রাউত, নিজামপুর তিলক ইত্যাদি প্রায় ১৫ থেকে ২০ টি গ্রামের মানুষের কষ্টের অবসান ঘটেছে এই একটি মাত্র সেতু নির্মাণে।
আরও পড়ুন ? Howrah bridge: ১২টা বাজলেই বন্ধ হাওড়া ব্রিজ! কী কারণে! অবাক হওয়ার মত ঘটনা
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নিজামপুরে। নিজামপুর ও পার্বতীপুর এর মাঝে কাঁসাই নদীর উপর যাতায়াতের ব্যবস্থা বলতে ছিল একটি মাত্র বাঁশের সাঁকো। প্রতিবছর বর্ষার সময় নদীর জল বাড়লে, হয় সাঁকোটি ভেঙে যেত নয়তো জলের তলায় ডুবে যেত। রাতবিরেতে কেউ অসুস্থ হলে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আসার কোন উপায় ছিল না। উৎপাদিত ফসল বাজারে বিক্রি করার ক্ষেত্রেও, সেই ফসল বয়ে নিয়ে যেতে সমস্যায় পড়ত চাষিরা।
প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার ঘুরে তবে যাতায়াত করা সম্ভব ছিল। কিন্তু এই সমস্যার কথা জানা সত্ত্বেও গ্রামবাসীদের সুবিধার্থে, যাতায়াত ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে সরকার কোনো উদ্যোগ নেয়নি এতদিন পর্যন্ত তাই লোকসভা ভোটের মোরসুমে প্রায় ২৫ লাখ টাকা খরচা করে, একান্ত ব্যক্তিগত উদ্যোগে কাঁসাই নদীর উপর সেতু (Second Hooghly Bridge) নির্মাণ করেছেন গোপাল মল্লিক এই সেতুটি নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দাদের আশীর্বাদ কুড়িয়েছেন তিনি। প্রায় সবাই তাকে সাধুবাদ জানিয়েছে। যদিও এই ব্রিজ ব্যবহার করে বিনামূল্যে স্থানীয় বাসিন্দারা এবং যানবাহন চলাচল করতে পারবে না। এর জন্য টোল নেওয়া হবে। আর সেই টোলের টাকা থেকেই উঠে আসবে ব্রিজ তৈরির খরচ এবং লাভ।