Sayantika Banerjee: দর্শকদের ধামকালেন সায়ন্তিকা, ভাইরাল পুরনো ভিডিও

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Sayantika Banerjee: দর্শকদের ধামকালেন সায়ন্তিকা, ভাইরাল পুরনো ভিডিও। অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika Banerjee)। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। ২০১২ সালে আওয়ারা মুভিতে জিতের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কেড়ে ছিলেন তিনি। তারপর থেকেই নায়িকা হিসেবে তার পথ চলা শুরু। চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেছিলেন ধুম মাচালে ডান্স রিয়েলিটি শোটি দিয়ে। এরপর বাংলা চলচ্চিত্র জগতের একাধিক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। কিন্তু কোনটাই তেমনভাবে সাড়া ফেলতে পারেনি। ২০১২ সালে অভিনীত আওয়ারা ছবিটি বক্স অফিসে হিট করে। তখন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সবার মাঝে।

Advertisements

অভিনয় জগতের সীমানা ছাড়িয়ে এবার রাজনৈতিক জগতে প্রবেশ করেছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika Banerjee)। ২০২১ সালে বিধানসভা ভোটের আগেই তিনি জাতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে যোগদান করেন। ২০২৪ সালে বরানগর বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। তিনি বিধায়ক হবার আগে রাজনৈতিক মঞ্চে রীতিমত চর্চিত নাম হয়ে উঠেছিলেন। তবে রাজনীতিতে এখনো পর্যন্ত তেমনভাবে নিজের জায়গা পাকাপোক্ত না করতে পারলেও, সায়ন্তিকা ব্যানার্জি বর্তমানে নিজেকে বিধায়ক হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন।

Advertisements

সম্প্রতি শহর কলকাতার বুকে আরজিকর হাসপাতালে ঘটে গেছে এক নির্মম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ রাস্তায় নেমে এসেছে। যে যার মতন করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এমনই একটি প্রতিবাদ সভায় গিটার হাতে গান গাইতে শোনা যায় সায়ন্তিকা ব্যানার্জিকে (Sayantika Banerjee)। তা নিয়ে রীতিমত ট্রোলের স্বীকার হতে হয়েছে তাকে। ভুল ভাবে গিটার বাজানো, ভুল শব্দে রবীন্দ্র সংগীত গাওয়া, বেসুরো ও বেতালা গান সবকিছু মিলে খুব বাজে ভাবেই ট্রোল করা হয়েছে তাকে। তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

Advertisements

আরো পড়ুন: আর কবে’র পর পাত্তা নেই অরিজিৎ সিং‍য়ের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাক্কা ১০ বছর পর ফিরবেন তিনি

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। এরপর এত কিছুর মাঝখানে ভাইরাল হল আরও একটি ভিডিও। ভিডিওটায় দেখা যাচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika Banerjee) স্টেজে দাঁড়িয়ে অনুষ্ঠান চলাকালীন দর্শকদের ধমকাচ্ছেন। কাউকে বসতে বলছেন, কাউকে সরাসরি বলছেন অন্যের কোলে না বসে নিজের জায়গায় বসতে, আবার কাউকে বলছেন কোমর না নাচিয়ে চুপ করে বসুন। সায়ন্তিকার এহেন আচরণে হতবাক নেটিজেনরা। তার এই সমস্ত মন্তব্য এবং ব্যবহার অনেকেই মেনে নিতে পারছেন না। যদিও ভিডিওটি অনেক পুরোনো তাও ট্রোলের শিকার হতে হচ্ছে তাঁকে।

শুধুমাত্র তার আচরণ নয়, অনুষ্ঠানে সায়ন্তিকা ব্যানার্জির (Sayantika Banerjee) পারফরমেন্স নিয়েও উঠছে প্রশ্ন। বেশিরভাগেরই মতে তিনি এতটাই বেসুরো যে তার গান শোনা যায় না। অনেকেই ভিডিওর কমেন্ট সেকশনের মন্তব্য করে বলেছেন সায়ন্তিকার গান শুনে কান ঠিক আছে তো? আবার অপর একজন বলেছেন আমরা এই সমস্ত ব্যক্তিকে ভোট দিয়েছি। না কোন দলের হয়ে নয়, ব্যক্তিত্বের দিক থেকে এদেরকে নির্বাচিত করা আমাদের ভুল হয়েছে। এইরকম চরিত্রের একজন কখনোই নেতৃত্ব দানের যোগ্য নন। আবার একজন লিখছেন এ কেমন মুখের ভাষা? লজ্জা হওয়া দরকার।

Advertisements