ওমিক্রণের নতুন দুটি উপসর্গের হদিশ

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বিশ্বের প্রায় সমস্ত রাজ্য করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে রেহাই পেতে না পেতেই মাথা চাড়া দিয়ে উঠেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। যা উদ্বেগ ও ভয়ের সৃষ্টি করছে রাজ্য তথা দেশের মানুষদের মধ্যে। তবে কি দেখে বুঝবেন আপনার ওমিক্রন হয়েছে? তার জন্য কিছু উপসর্গ আগেই বলেছিল বিশেষজ্ঞরা।

Advertisements

নাক দিয়ে জল পড়া, মৃদু জ্বর, গলা খুসখুস ইত্যাদি কয়েকটি মৃদু উপসর্গের কথা আগেই জানানো হয়েছিল কিন্তু এবার তাঁরা অন্য কথা বলছেন। ওমিক্রনের আরও দুটি নয়া উপসর্গের হদিশ মিলেছে। তাই সামনে এনেছেন বিশেষজ্ঞরা।

Advertisements

পূর্বে সাধারণত স্বাদ, গন্ধ চলে যাওয়া, জ্বর, কাশি ইত্যাদি কয়েকটি উপসর্গকে করোনার মূল উপসর্গ হিসেবে ধরা হতো কিন্তু এই নতুন প্রজাতির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এই সব লক্ষ্মণ এর পরিবর্তে মাথা ধরা, নাক থেকে জল পড়া, হাঁচি বা ক্লান্ত লাগার মতো লক্ষণ অধিক প্রকট হয়ে দেখা দিছিল রোগীর মধ্যে।

Advertisements

তবে এবার গবেষকদের মত অনুযায়ী, আরও দুটি অতিরিক্ত লক্ষণ ওমিক্রন আক্রান্তদের মধ্যে প্রবল হয়েছে সেগুলি হলো বমি ও ক্ষুধামান্দ্য। আবার হাতে, পায়ে ঘা, চুলকানি ইত্যাদি বহু নয়া উপসর্গ সংযোজন হয়েছে রোগীদের মধ্যে। ইতিমধ্যেই যাঁরা টিকার দুটি ডোজ সম্পূর্ণ করে ফেলেছেন তাদেরও যে ওমিক্রন আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায় এই কথা সাবধান করেছেন চিকিৎসকরা। তবে অধিক কাবু করতে পারবে না তাদের।

বয়স্কদের জন্য বুস্টার ডোজের প্রয়োজনীয়তা রয়েছে বলে চিকিৎসকরা মত দিয়েছেন। সমস্ত পরিস্থিতি চিন্তা করতে গেলে যথেষ্ট উদ্বেগজনক। তবে তার মধ্যে আমাদের সচেতন হয়ে থাকা ছাড়া উপায় নেই। সর্বদা সমস্ত বিধিনিষেধ মেনে তবেই বাইরে বেরোনো উচিত। সামান্য কিছু উপসর্গ বুঝতে পারলেই তৎক্ষণাৎ করোনা পরীক্ষা করিয়ে নেওয়ায় শ্রেয়।

Advertisements