শর্মিষ্ঠা চ্যাটার্জী : করোনার দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এসে উপস্থিত। যা নিয়ে বিশেষজ্ঞ থেকে শুরু করে সকলের কপালে ভাঁজ দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্ট এর হদিস পাওয়া গিয়েছে জিনোম সিকোয়েন্সসিংয়ের মাধ্যমে।
নতুন ভ্যারিয়েন্ট নিয়ে নানা জল্পনার সূত্রপাত হয়েছে। নির্দিষ্ট কোনো উপসর্গ সম্পর্কে গবেষকরা এতদিন কিছু জানতে না পারায় বিপাকের মধ্যে ছিল কিন্তু এবার বিজ্ঞানীরা নতুন উপসর্গের খোঁজ পেয়েছে।
ওমিক্রণ সংক্রান্ত ওই উপসর্গটি হলো গলা খুসখুস। তবে এতদিন পর্যন্ত প্রাপ্ত কোনো রোগীর ক্ষেত্রেই খুব একটা জটিল কোনো উপসর্গ দেখা যায়নি। মৃত্যুর ক্ষেত্রে কেবলমাত্র ব্রিটেনে প্রাপ্ত একজন ওমিক্রনের প্রভাবে মারা গিয়েছেন।
বিজ্ঞানীদের মতে এই ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলি হলো, গলা খুশখুশ, কাশি, হালকা জ্বর, ক্লান্তি। তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো সবার ক্ষেত্রে একইরকম উপসর্গ নাও দেখা যেতে পারে।
ওমিক্রনের উপসর্গ হালকা হলেও কখনোই হালকা ভাবে রোগকে নেওয়া ঠিক হবে না। সূত্রের খবর অনুযায়ী, ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই ভ্যারিয়েন্টটি। ওমিক্রনের তুলনায় ডেল্টা অনেকবেশি মারাত্মক। তবে এক্ষেত্রে নেতিবাচক দিক হলো ওমিক্রনের ওপর টিকার প্রভাব কম। সেকারণেই অধিক সংক্রামক হিসেবে দেখা যাবে ওমিক্রণকে।