হু হু করে কমছে রেটিং, ভারতে TikTok-এর জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে

নিজস্ব প্রতিবেদন : চীনের উহান থেকে করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের মধ্যে চীনা জিনিস বর্জন করার প্রবণতা লক্ষ্য করা যায়। এই সময় থেকেই বহু মানুষ TikTok-কে আনইনস্টল করতে থাকে আর টিকটক ব্যান করার দাবি তোলেন‌। এর ফলে TikTok-এর রেটিং কমতে থাকে হু হু করে‌। একসময় প্লে স্টোরে TikTok-এর রেটিং ছিল ৪.৪। এই জনপ্রিয়তা ধাক্কা খায় যখন বিখ্যাত ইউটিবার ক্যারিমিনটির সঙ্গে টিকটকার আমির সিদ্দিকির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।

এরপর আবারও YouTube ইউজাররা
Tiktok আনইনস্টলই শুধু না, সোশ্যাল মিডিয়ায় অন্য প্লার্টফর্মেও TikTok ব্যান করার দাবি তোলেন আরও একবার। এরপর হু হু করে রেটিং কমে আসে ভারতে এই চীনা অ্যাপটির। কমে যায় বিজ্ঞাপনের হারও‌। বহু মানুষ এই অ্যাপ আনইনস্টল করে ফোন থেকে। আর বহু মানুষই রিপোর্ট করে এই অ্যাপটির বিষয়ে।

সেন্সর টাওয়ারের প্রকাশিত একটি চাঞ্চল্যকর তথ্যতে উঠে এসেছে মার্চ মাসে যেখানে প্রায় ৩ কোটি ৫৭ লক্ষ ভারতীয় TikTok ব্যবহার করতেন সেখানে ২৩ মে’র পর দেখা গেলো মাত্র ১০ লক্ষ গ্রাহক এই অ্যাপটি ডাউনলোড করেছেন।অর্থাৎ বোঝাই যাচ্ছে জনপ্রিয়তা কতটা তলানিতে এসে পৌঁছেছে। Play Store-এ এই মুহূর্তে ‌Tiktok-এর রেটিং ৪.৪ থেকে নেমে ২.৯-এ ঠেকেছে। অনেক মানুষই TikTok ব্যবহারে এখন অনিচ্ছুক। অনেক মানুষ আনইনস্টল করে দিয়েছেন এই অ্যাপটি। ফলে এক ধাক্কায় ভারতে এই অ্যাপটির জনপ্রিয়তা হ্রাস পেয়ে একেবারেই তলানিতে ঠেকেছে।