Taruner Swapna Scheme: অপেক্ষার অবসান, পড়ুয়াদের মোবাইল কেনার ১০ হাজার টাকা সরকার দেবে এই দিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১১ সালে তৃণমূল সরকারে আসার পর কত প্রকল্প না চালু করেছে। সরকারের তরফ থেকে এত প্রকল্প চালু করা হয়েছে যে সব প্রকল্পের নাম অনেক সময় গুলিয়ে ফেলেন শাসক দলের নেতা মন্ত্রীরায়। এই বিপুল সংখ্যক প্রকল্পের কোন কোন প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের বাসিন্দাদের প্রতি মাসে নগদ টাকা, কোন কোন প্রকল্পের মধ্য দিয়ে এককালীন নগদ টাকা, আবার কোন কোন প্রকল্পের মধ্যে দিয়ে নানান সুযোগ-সুবিধা দেওয়া হয়।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই সকল প্রকল্পের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প চালু করেছিলেন করোনা অতিমারি চলাকালীন। যে সময় পড়ুয়াদের পড়াশোনার জন্য স্মার্টফোন অথবা ট্যাব কেনার উদ্দেশ্যে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। রাজ্যের তরফ থেকে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল তরুণের স্বপ্ন (Taruner Swapna Scheme)।

Advertisements

করোনাকালে রাজ্য সরকার যে প্রকল্প চালু করেছিল সেই প্রকল্প কিন্তু আজও চলছে। বরং এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগে যেখানে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই প্রকল্পের টাকা পেতো, এই বছর থেকে মাধ্যমিক পাশ করা পড়ুয়ারাও এই প্রকল্পের টাকা পাবে। যার ফলে এই বছর যারা মাধ্যমিক পাশ করে রয়েছে তারা এখন এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তাদের মধ্যে প্রশ্ন কবে মিলবে প্রকল্পের টাকা?

Advertisements

আরও পড়ুন ? QR Code Toto: শুধু ফুটপাত উচ্ছেদ নয়, এবার ফাঁদে টোটো! রাজ্যে নয়া অভিযান প্রশাসনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মাধ্যমিক পাশ পড়ুয়ারা এই প্রকল্পের টাকা পেলেও একটি শর্ত রাখা হয়েছে। সেই শর্ত পূরণ না করলে কিন্তু কেউ টাকা পাবে না। শর্তটি হল, শুধু মাধ্যমিক পাশ করলেই হবে না। মাধ্যমিক পাশ করার পাশাপাশি পড়ুয়াদের ভর্তি হতে হবে একাদশ শ্রেণীতে। একাদশ শ্রেণীতে ভর্তির না হলে কিন্তু কোনভাবেই প্রকল্পের টাকা দেওয়া যাবে না।

প্রকল্পের টাকা পেতে হলে মাধ্যমিক পাশের প্রমাণপত্র জমা দেওয়ার পাশাপাশি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে। আর সবকিছু প্রমাণপত্র জমা দেওয়ার পর এই প্রকল্পের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের আগস্ট অথবা সেপ্টেম্বর মাসেই এই প্রকল্পের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে।

Advertisements