নিজস্ব প্রতিবেদন : জানুয়ারি মাসে কোনভাবেই বৃষ্টির দশা কাটছে না দক্ষিণবঙ্গে। মাস শেষ হতে যাওয়ার মুখে ফের একবার বৃষ্টির আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস। জানুয়ারি মাসের একেবারে শেষ লগ্নে এসে ফের বৃষ্টির মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ। মনোরম আবহাওয়ার অবসান ঘটবে আর বাড়বে তাপমাত্রা। নতুন করে এই বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast South Bengal) নিয়ে ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস চলুন দেখে নেওয়া যাক।
হাওয়া অফিসের তরফ থেকে সম্প্রতি যে আপডেট দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, আপাতত দিন তিনেক দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তারপরেই আবহাওয়ায় বদল আসবে এবং আকাশ মেঘে ঢাকা পড়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে। আকাশ মেঘে ঢাকা পড়ার কারণে স্বাভাবিকভাবেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই উচ্চচাপ বলয়ের কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকবে এবং তার ফলেই উপকূলবর্তী যে সকল জেলা রয়েছে সেই সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত যা অনুমান করা হচ্ছে তাতে মূলত উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টির প্রভাব বেশি থাকবে এবং অন্যান্য জেলাগুলিতে থাকলেও থাকতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা শুষ্ক থাকবে এবং রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। শীতের দাপটও থাকবে সোমবার পর্যন্ত। তবে মঙ্গলবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন থেকে আবহাওয়ায় বদল আসবে এবং জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারি শুরুতেই বৃষ্টির মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ।
এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তিন-চারটি জেলায় কোল্ড ডের মত পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি কোন কোন জেলা সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকবে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমান্যতা বৃদ্ধি পাবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি থাকবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচেই থাকবে বলে জানানো হয়েছে।