নিজস্ব প্রতিবেদন : টাকাই সব। এই কথাটি আট থেকে আশি এখন সকলের জানা। যে কারণে ভবিষ্যতের জন্য অল্প বয়সে দিনরাত এক করে খাটতে হয়। যাতে করে ভবিষ্যৎ যাতে ভালোভাবে কাটে তার জন্য নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করা যায়।
সঞ্চয় করার ক্ষেত্রে বহু মানুষ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট অথবা মিউচুয়াল ফান্ড বা পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেন। আবার অনেকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন। শেয়ার মার্কেট লাভের পরিমাণ অনেক বেশি দিলেও ঝুঁকি অত্যন্ত বেশি। যে কারণে এখানে বিনিয়োগ করতে অনেকেই সাহস পান না। আবার ফিক্সড ডিপোজিট ইত্যাদির ক্ষেত্রে তেমন সুদ নেই। তবে এসবের মধ্যেই এলআইসি এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যাতে নিশ্চিন্তে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যেতে পারে।
এলআইসির এই প্রকল্পটি হল জীবন অক্ষয় প্ল্যান। এতে বিনিয়োগকারীরা একবার বিনিয়োগ করে অবসর-জীবনে মাসে মাসে ২০ হাজার টাকা করে পেনশন পেতে পারেন। তবে এই প্রকল্পে বিনিয়োগ করার আগে অবশ্যই এর সম্পর্কে একাধিক তথ্য জেনে নেওয়া প্রয়োজন।
মাসে মাসে ২০ হাজার টাকা করে পেনশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বড় অঙ্কের টাকা এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে। কারণ আপনার বিনিয়োগের ওপর নির্ভর করবে আপনি অবসরকালীন মাসে মাসে কত টাকা পেনশন পাবেন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও এই প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে।
এই প্রকল্পের আওতায় বিনিয়োগকারীরা মাসে মাসে, তিন মাস অন্তর অথবা ছয় মাস অন্তর পেনশন তুলতে পারবেন। এর জন্য অবশ্যই বিনিয়োগকারীকে প্রথমেই তা ঠিক করে নিতে হবে। পাশাপাশি এই পলিসিতে বিনিয়োগ করার পর কোন অসুবিধা হলে তিনমাস পর ঋণ পেতে পারেন।
এই পলিসিতে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য বিনিয়োগকারীকে সর্বনিম্ন এক লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। যত বেশি টাকা বিনিয়োগ করা যাবে ততো বেশি পেনশন পাওয়া যাবে। মাসে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশন মিলতে পারে। বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের বয়স হতে হবে সর্বনিম্ন ৩৫ এবং সর্বোচ্চ ৮৫। একই পরিবারের সর্বোচ্চ দুজন বিনিয়োগ করতে পারবেন।