নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত মানে অধিকাংশ মানুষেরা রেল পরিষেবার ওপর নির্ভর করে থাকেন। রেল পরিষেবা বাদ দিয়ে সাধারণ মানুষদের ভরসা করতে দেখা যায় বাসের উপর। আবার বাসের ক্ষেত্রে যদি পরিষেবা সরকারি বাসের হয় তাহলে অনেকটাই সুবিধা হয়ে থাকে। ঠিক সেই রকমই এবার কলকাতা ও কোচবিহার যাতায়াত সহজ হতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন বাস পরিষেবার (Kolkata CoochBehar NBSTC Bus) কারণে।
দুর্গাপুজোর সময় যেখানে বিভিন্ন রুটে বাস থেকে শুরু করে ট্রেন সবেতেই যাত্রী চাহিদা অনেক বেশি থাকে সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এমন খুশির খবর দিয়েছে। তাদের খুশির খবর অনুযায়ী এবার কলকাতা ও কোচবিহারের মধ্যে দুটি নতুন বাস চালানো হবে। নতুন দুটি বাসের মধ্যে একটি এসি এবং আরেকটি নন এসি বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে কলকাতা ও কোচবিহারের মধ্যে বাস পরিষেবা নেই বললেই চলে। কেবলমাত্র দুটি বাস যাতায়াত করে থাকে। যে দুটি বাসের মধ্যে আবার একটি সরকারি এবং অন্যটি বেসরকারি। এমন পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের হয় শিলিগুড়ির জন্য বাস ধরতে হয় অথবা কোচবিহারের মানুষদের শিলিগুড়ি এসে কলকাতার জন্য বাস ধরতে হয়। এই সমস্যার সমাধান করতেই নতুন দুটি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে।
আরও পড়ুন : Confirm Ticket: আরও সহজ হয়ে গেল কনফার্ম টিকিট, ৫টি ট্রেনের নিয়ে বড় পদক্ষেপ রেলের
নতুন যে দুটি বাস চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই দুটি বাস চলতি সপ্তাহ থেকেই পরিষেবা দেওয়া শুরু করে দেবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে এসি বাসটি সপ্তাহে তিন দিন এবং নন এসি বাসটি সপ্তাহের ৭ দিন পরিষেবা দেবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় নতুন এই দুটি বাস এবং তাদের পরিচালনার দিন সম্পর্কে এমনটাই জানিয়েছেন।
নতুন এই দুটি বাস পরিষেবা চালু হলে সাধারণ যাত্রীদের কি পরিমাণ সুবিধা হবে তা বলার কিছু নেই। কেননা অনেকেই রয়েছেন যারা ট্রেনের টিকিট না পাওয়ার কারণে তাদের পরিকল্পনা বাতিল করতে হয়। কিন্তু বিকল্প হিসাবে যদি বাস পাওয়া যায় তাহলে স্বাভাবিকভাবেই পরিকল্পনা বাতিল করার প্রয়োজন হয় না। আর এই সকল কথা মাথায় রেখেই এবার উত্তরবঙ্গ পরিবহন নিগম কলকাতা ও কোচবিহারের মধ্যে একটি এসি ও একটি নন এসি বাস চালানোর সিদ্ধান্ত নিল ঠিক দুর্গাপুজোর আগে।