Leave for government Employees: ২৪-এ রাজ্য সরকারী কর্মীদের দেড় মাস ছুটি! তালিকা দেখে এখন থেকেই করে ফেলুন ঘোরার প্ল্যান

One and a half month leave for government Employees next year: সরকারি কর্মচারীদের জন্য আগামী বছর দুর্দান্ত সুখবর। বিভিন্ন পুজোপার্বণ এবং অন্যান্য ছুটি মিলিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা প্রায় দেড় মাস ছুটি পাবেন (Leave for government Employees)। পূজোর মরশুমে এর থেকে ভালো খবর আর হতেই পারে না। এই একই নিয়ম প্রযোজ্য হবে রাজ্য সরকারি অফিস এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। এমনকি নানা পুরসভা, পঞ্চায়েতগুলিও সেই ক্যালেন্ডারই মেনে চলবে। নবান্নোর পক্ষ থেকে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার সাথে যুক্ত হচ্ছে প্রত্যেক সপ্তাহের শনি ও রবিবারের ছুটি। সরকারি কর্মচারীদের কাছে এ যেনো বাড়তি পাওনা। আগামী বছর অর্থাৎ ২০১৪ সালের সরকারি কর্মচারীরা দুর্গাপূজার ছুটি পাবেন চতুর্থ দিন। অর্থাৎ পূজোর ছুটি ও তারা অনেকটাই বেশি পাচ্ছে।

২০২৪ সালে চতুর্থী হল সোমবার, তার আগে সরকারি কর্মচারীরা পাবেন সাপ্তাহিক ছুটি হিসেবে শনিবার ও রবিবার ছুটি। হিসাব মত ৫ই অক্টোবর মানে দ্বিতীয়ার দিন থেকে পুজোর ছুটি হিসাবমত শুরু হয়ে যাবে। আবার লক্ষ্ণীপুজোর জন্য ছুটি পাবেন ১৬ই অক্টোবর। এছাড়া লক্ষ্মীপূজার জন্য বাড়তি ছুটি পাওয়া যাবে দুদিন। একেবারে ২১শে অক্টোবর পুজোর পর সরকারি অফিস খুলবে। সরকারি কর্মচারীরা টানা ১৬ দিন ছুটি পাবে (Leave for government Employees)।

দ্য নেগোশিয়েবল ইনস্ট্রিমেন্ট অ্যাক্ট অনুযায়ী, ১৮৮১ তথা এনআই অ্যাক্টে আগামী বছর মোট ছুটির সংখ্যা ২২ দিন। তার উপর বাড়তি রাজ্য সরকারের ছুটি থাকবে ২৩ দিন (Leave for government Employees)। বিভিন্ন সরকারি দফতরগুলি জরুরি পরিষেবার জন্য মোট ৪৫ দিন ছুটি থাকবে।

এবার আলোচনা করা হবে, সরকারি কর্মচারীরা যে টানা তিন দিন এবং চার দিন ছুটি পায় সেই ব্যাপারে (Leave for government Employees)। অর্থাৎ, এনআই অ্যাক্ট অনুযায়ী সরকারি কর্মীরা দোলযাত্রায় ছুটি পাবে ২৫শে মার্চ। এছাড়া, রাজ্য সরকার ২৬শে মার্চও ছুটি দিচ্ছে। ২৩শে ও ২৪শে মার্চ হল শনি ও রবিবার। দোল পূর্ণিমায় টানা চার দিন ছুটি থাকবে।

এনআই অ্যাক্ট অনুযায়ী, ১২ই জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি পাবেন সরকারি কর্মীরা। এর ফলে টানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মজীবীরা। আগামী বছর শনি রবিবার মিলিয়ে টানা তিন দিন এরকম অনেক ছুটি পাবেন সরকারি দপ্তরের কর্মীরা। শনি রবি মিলিয়ে টানা তিন দিনের সেই ছুটির তালিকা নিম্নে দেওয়া হল। ২৬শে ফেব্রুয়ারি শুক্রবার পড়েছে সবে বরাত। ৮ই মার্চ শিবরাত্রিও হবে শুক্রবার। এরপর ১৯শে অগস্ট রাখী বন্ধনের জন্য সোমবার ছুটি থাকবে। সোমবার অর্থাৎ ২৬শে অগাস্ট জন্মাষ্টমী পড়েছে। তা ছাড়া ভাইফোঁটাও পড়েছে সোমবার। সব মিলিয়ে সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত সুযোগ ঘুরতে যাবার।