বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুরে তলিয়ে মৃত ১ শিশু, নিখোঁজ আরও ১

হিমাদ্রি মন্ডল : বুধবার বিকাল বেলায় সদাইপুর থানার অন্তর্গত কচুজোর গ্রামের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, তলিয়ে গেল তিন শিশু। যাদের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ এক শিশু।

উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে সাথী পাল নামে বছর ছয়েকের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া আরও ১৪ বছর বয়সী চয়ন সূত্রধর সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রাজীব পাল (বয়স ১৩) নামে আরও এক শিশু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই তিনজন আজ বৈকাল বেলায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের পুকুরে খেলতে খেলতে চলে যায়।স্থানীয়দের তৎপরতায় দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এরা প্রত্যেকেই স্থানীয় কচুজোড় এলাকার শিশু।

স্থানীয় বাসিন্দারা অভিযোগের আঙুল তুলেছেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের দিকে উপযুক্ত নজরদারির অভাবের জন্য। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সদাইপুর থানার পুলিশ।