নিজস্ব প্রতিবেদন : বয়সটা কম নয়, ৫০ পেরিয়ে পা রেখেছেন ৫১ তে। তবুও এখনও তিনি রয়েছেন স্বমেজাজে। এখনো নিজের বডি ফিটনেস বজায় রেখেই সেই আগের মতই ঝাঁপিয়ে ক্যাচ ধরার ক্ষমতা রাখেন তিনি। তিনি হলেন প্রোটিয়া তারকা জন্টি রোডস।
আধুনিক ক্রিকেটের ফিল্ডিংয়ের এই জনককে ফের একবার ঝাঁপিয়ে ক্যাচ ধরতে দেখা গেল আইপিএল শুরু হওয়ার আগেই। বর্তমানে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন। আর একজন কোচ হিসাবে খেলোয়াড়দের প্রশিক্ষিত করার জন্য যতটা দক্ষতা থাকা দরকার সেই দক্ষতা তিনি খাতা কলম বাদ দিয়েও সরাসরি ময়দানেও প্রদর্শন করলেন।
সম্প্রতি জন্টি রোডসের এমন দুর্ধর্ষ ফিল্ডিংয়ের একটি ভিডিও কিংস ইলেভেন পাঞ্জাবের সোশ্যাল মিডিয়া থেকে আপলোড করা হয়েছে। আর সেই ভিডিও আপলোড হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি ১৯৯২ সালের বিশ্বকাপে জন্টির ফ্লাইং ক্যাচের স্মৃতি ফের একবার দর্শকদের সামনে।
Did you ‘catch’ that? ?#SaddaPunjab #Dream11IPL @JontyRhodes8 pic.twitter.com/VmrCnQtgBZ
— Kings XI Punjab (@lionsdenkxip) September 14, 2020
২২ গজের লড়াই থেকে অবসর নেওয়ার পর এই প্রোটিয়া তারকা আইপিএলে ফিল্ডিং কোচ হিসাবে দায়িত্ব সামলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের। এরপর বর্তমানে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্বভার পালন করছেন। এর পাশাপাশি তিনি বর্তমানে সুইডেনের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসাবেও দায়িত্ব পালন করছেন।