বিরল অস্ত্রোপচার, কিশোরীর পেট থেকে বের হলো ১ কেজি চুল

নিজস্ব প্রতিবেদন : পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয় এক কিশোরী। নানান পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় পেটের মধ্যে রয়েছে চুলের বড় বল। অস্ত্রোপচার করে পেট থেকে পাথর বা টিউমার নয়, বের হলো এক কেজি পরিমাণ চুল। অবাক করা এই ঘটনাটি ঘটেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।

কিন্তু এই কিশোরীর পেটে চুল গেল কিভাবে? জানা গিয়েছে, চুল খাওয়ার অভ্যাস ছিল পূর্ব বর্ধমানের মাধবদিহি থানার তৈরালার ১৪ বছরের ওই কিশোরীর। একদিন দুই দিন নয়, গত তিন বছর ধরে চুল খেয়ে আসছিল সে। আর সেই চুল জমা হচ্ছিলো তার পেটে।

ওই ছাত্রীর কাকু জানিয়েছেন, তাঁর ভাইঝি যে চুল খায়, জানতেনই না তার বাবা-মা। মাসখানেক আগে কিশোরীর পেটে ব্যথা শুরু হয়। যা খেত, সব বমি হয়ে যেত। স্থানীয় চিকিৎসক সিটি স্ক্যান এবং এন্ডোস্কোপি করতে বলেন। তাতেই দেখা যায়, পাকস্থলী জুড়ে রয়েছে চুলের গোছা। অবিলম্বে কিশোরীকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক। সেই মতো রবিবার কিশোরী ও তার পরিজনেরা কলকাতা মেডিক্যাল কলেজে আসেন। রোগীর রিপোর্ট দেখে তখনই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক আরএমও সুমন সাহা।

চিকিৎসকদের মতে, চুল খাওয়ার বদভ্যাস এক ধরনের মানসিক রোগ। সচেতনতার অভাবে রোগী মৃত্যুর মত ঘটনাও ঘটে যেতে পারে। মানসিক রোগের অভিধানে চুল ছেঁড়ার প্রবণতাকে ‘ট্রাইকোটিল্লোম্যানিয়া’ বলা হয়। আর চুল খেয়ে ফেলার রোগের নাম ‘ট্রিকোবেজোর’। সেই চুল পেটের মধ্যে জমতে জমতে দীর্ঘাকৃতি হলে বলা হয়, ‘র‌্যাপুনজেল সিন্ড্রোম’।

সুমন সাহার নেতৃত্বে একদল চিকিৎসক এই বিরল অস্ত্রোপচার করলেন। পৃথিবীতে এই অস্ত্রোপচার বিরল। এই অস্ত্রোপচার ৪৩ তম অস্ত্রোপচার বলে দাবি চিকিৎসকদের।

সুমনবাবু বলেন, “ওই কিশোরীর পেটের সামনের অংশ ফোলা ছিল। পেটের মধ্যে থাকা চুল পাকস্থলীর বেশিরভাগ অংশে জুড়ে গিয়েছিল। যার ফলেই খাদ্যনালী আটকে সমস্যা দেখা দেয়। সারা বিশ্বে এধরনের রোগের নজির খুব কম। কিশোরী আপাতত সুস্থ। পুরো সুস্থ হলে তার মানসিক রোগের চিকিৎসার প্রয়োজন।’’

বছর পাঁচেক আগে কসবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর পেট থেকে আড়াই কেজি চুল বার করেছিলেন শিয়ালদহ ইএসআই হাসপাতালের চিকিৎসকেরা। এর আগে লুধিয়ানার মহাভিরা সিভিল হাসপাতালেও এক তরুনীর পেট থেকে বের হয় এমন চুল। পাকিস্তান থেকে ২২ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার সাইজের একটি চুলের বল উদ্ধার করেছিলেন চিকিৎসকরা। ২০১৭ সালের মুম্বাইয়ে এই ঘটনার নজির দেখা মিলেছিল। এক মহিলার পেট কেটে সাড়ে ৭০০ গ্রাম ওজনের চুল অস্ত্রপ্রচার করে বের করেছিলেন চিকিৎসকরা। মধ্যপ্রদেশেও এক মহিলার পেট থেকে উদ্ধার করা হয়েছিল ১.৫০ কেজি ওজনের চুলের বল।