Advertisements

বীরভূমে নতুন করে আরও এক ব্যক্তির শরীরে ধরা পড়লো করোনা সংক্রমণ

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : দেশে ও রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়তে থাকলেও প্রথম থেকেই বীরভূম গ্রিন জোনের তকমা বজায় রেখেছিল। পরে মুম্বাই ফেরত তিনজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়লে বীরভূম রূপান্তরিত হয় অরেঞ্জ জোনে। এরপর আরও তিনজনের শরীরে ধরা পড়ে করোনা সংক্রমণ, আর সোমবার নতুন করে আরও একজনের শরীরে সংক্রমণ ধরা পড়লো।

Advertisements

Advertisements

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলায় বর্তমানে মোট সংক্রামিত ব্যক্তির সংখ্যা ৭। যাদের মধ্যে তিনজন ময়ূরেশ্বর এলাকার, দুইজন দুবরাজপুর এলাকার, একজন রামপুরহাট এলাকার আর এদিন যার শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে তিনি নলহাটি এলাকার। যদিও এই ৭ জনের মধ্যে তিনজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ জেলায় বর্তমানে মোট অ্যাক্টিভ সংক্রমণ ৪।

Advertisements

এদিন নতুন করে যে ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে সেই ব্যক্তি একজন পরিশ্রমী বলে জানা গিয়েছে। তিনি দিন কয়েক আগেই পশ্চিম মেদিনীপুর থেকে সাইকেলে করে বীরভূমে এসে পৌঁছান। এরপর তাকে প্রশাসনিকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়। তারপর তার লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হলে সংক্রমণ ধরা পড়ে।

তবে বিভিন্ন সূত্র মারফত এটাও জানা গিয়েছে যে, ওই পরিযায়ী শ্রমিক জেলা প্রশাসনকে যে তথ্য দিয়েছেন তার সাথে অনেক তথ্যের অমিল রয়েছে। যে কারণে জেলায় যাতে আর কোনরকম সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য জেলা প্রশাসন তৎপরতা দেখিয়ে আরও বেশ কয়েকজনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন।

Advertisements