নিজস্ব প্রতিবেদন : পরপর দু’দিন জেলায় করোনায় প্রাণহানি অব্যাহত। জেলায় গত শনিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ছিল ৭। এরপর রবিবারের রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী জানা যায় জেলায় প্রাণ হারিয়েছেন একজন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮। ফের সোমবারের রিপোর্টে জানা যায় নতুন করে আরও এক জনের প্রাণহানি হয়েছে করোনাই। আর এর পরেই জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলাতে দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যায় স্থিরতা থাকাই অনেকটাই স্বস্তিতে ছিলেন জেলার বাসিন্দারা। এছাড়াও বীরভূমে সুস্থ হয়ে ওঠার হার যথেষ্ট ভালো। কিন্তু পরপর দুদিন দু জনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ বাড়তে শুরু করেছে জেলার বাসিন্দাদের।
সোমবারের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে বীরভূমে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৬৪। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন। জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বর্তমানে ৯৩৬। বর্তমানে জেলায় সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৯।
রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী বীরভূমে সুস্থ হয়ে ওঠার হার ৭৪.০৫%। সুস্থ হয়ে ওঠার হার যথেষ্ট আশাজনক হলেও মৃত্যুহার বেড়ে দাঁড়িয়েছে ০.৭১%, যা গতকাল পর্যন্ত ছিল ০.৬৫%।