দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার পরেও বাড়তি ছুটি! তালিকা দিলো নবান্ন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা (West Bengal State Government Employees) এবার দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো, ভাইফোঁটা সবেতেই লম্বা ছুটি (Holidays) পেয়েছেন। মাঝে এক দুবার অফিস কাছারি খুললেও সেখানেও ছিল ছুটি ছুটি মেজাজ। তবে এবার এই লম্বা ছুটির পর অনেকেরই মন খারাপ! কেননা এমন লম্বা ছুটি পেতে আবার এক বছর অপেক্ষা করতে হবে।

Advertisements

অন্যদিকে আবার বিভিন্ন উৎসবের ক্ষেত্রে রবিবার পড়ে যাওয়ায় ছুটি মার যাওয়ার আশঙ্কায় আক্ষেপের শেষ নেই সরকারি কর্মচারীদের। যদিও এই আক্ষেপ এবার রাজ্য সরকারের তরফ থেকে দূর করে দেওয়া হল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপূজা কালীপুজো ভাইফোঁটার পরেও একটি বাড়তি ছুটির ঘোষণা করা হয়েছে। নতুন করে বাড়তি ছুটির ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বাড়তি একটি ছুটির ঘোষণা করা হয়েছে ২০ নভেম্বর অর্থাৎ সোমবার। তবে সোমবারের ছুটির পর আপাতত আর কোন সরকারি ছুটি নেই। পরের ছুটির জন্য অপেক্ষা করতে হবে সাত দিন। নভেম্বর মাসে শেষ ছুটি রয়েছে ২৭ নভেম্বর, যেদিন গুরু নানকের জন্মদিন। লম্বা ছুটির পর নতুন করে এই দুটি ছুটি বাড়তি পাওনা বলেই মনে করা হচ্ছে।

Advertisements

২০ সোমবার যে ছুটি দেওয়া হয়েছে সেই ছুটি একেবারেই বাড়তি। কেননা এর আগের দিন অর্থাৎ রবিবার ১৯ নভেম্বর পড়েছে এবারের ছট পুজো। ছট পুজোর ছুটি প্রতিবছর থাকলেও এবার রবিবার হওয়ার কারণে সেই ছুটি মার যাচ্ছিল। তবে সরকারের তরফ থেকে সবদিক বিবেচনা করে সোমবার বাড়তি ছুটির ঘোষণা করেছে।

অন্যদিকে এসবের মধ্যেই আগামী বছর কালীপুজোর সময় বাড়তি টানা ছুটির সুযোগ রয়েছে। কেননা আগামী বছর কালীপুজো করেছে ৩১ অক্টোবর বৃহস্পতিবার। কালীপুজোর পরদিন অর্থাৎ শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে একটি বাড়তি ছুটির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটির পর শনিবার ও রবিবার ছুটি। এছাড়াও রয়েছে ভাইফোঁটার ছুটি। সব মিলিয়ে আগামী বছর কালীপুজোর সময় টানা ছুটির সুযোগ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Advertisements