Vande Bharat Express: আরও একটি বন্দে ভারত পেতে চলেছে রাজ্য, হাওড়া থেকে হতে পারে সফর

Shyamali Das

Updated on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দিন কয়েক আগেই দেশের নতুন করে তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন করে তিনটি বন্দে ভারতের সূচনা হওয়ার পর এখন দেশে বন্দে ভারতের সংখ্যা ৫৩। তবে এখানেই থেমে থাকতে চাইছে না রেল। কেননা রেলের লক্ষ্য অনেক বড়। আর এসবের পরিপ্রেক্ষিতে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। যেগুলির মধ্যে একটি পেতে পারে রাজ্য।

Advertisements

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৯ সালের মধ্যে ভারতে ২৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চালু করা হবে। রেলমন্ত্রীর এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে এখন লক্ষ্যপূরণে চলছে তৎপরতা। আর সেই তৎপরতার পরিপ্রেক্ষিতেই আগামী ১৫ সেপ্টেম্বর নতুন করে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলেই জানা যাচ্ছে। আর এই তিনটি বন্দে ভারতের মধ্যেই একটি পেতে চলেছে হাওড়া।

Advertisements

আগামী রবিবার যে নতুন তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হতে চলেছে সেই তিনটি বন্দে ভারতের সূচনা হবে বেরহামপুর রেলস্টেশন থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে এই তিনটি বন্দে ভারতের সূচনা হওয়ার বিষয়ে জানা যাচ্ছে, এর পাশাপাশি এই তিনটি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে ওড়িশায় উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চলবে ওড়িশার উপর দিয়ে।

Advertisements

আরও পড়ুন : Bus Service Resumption: বন্ধ থাকা একটি রুটে ফের চালু হলো বাস পরিষেবা, খুশির স্থানীয়রা

নতুন যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হতে চলেছে সেগুলি যাতায়াত করবে টাটা ও বেরহামপুর, রাউরকেল্লা ও হাওড়া এবং দুর্গ ও বিশাখাপত্তনমের মধ্যে। অন্যদিকে এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পাশাপাশি দিন কয়েকের মধ্যে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইস্ট কোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার পরমেশ্বর ফোঙ্কুয়াল।

রাউরকেল্লা ও হাওড়ার মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হতে চলেছে সেই ট্রেনটির সময়সূচী সম্পর্কে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে ট্রেনটি সকাল ১১ টায় রাউরকেল্লা থেকে ছাড়বে এবং হাওড়া এসে পৌঁছাবে সন্ধ্যা ৬:১৫ মিনিটে। যাত্রাপথে ট্রেনটিতে প্রান্তিক দুটি স্টেশন ছাড়া মাঝে কেবলমাত্র তিনটি স্টেশনে দেওয়া হবে। যে তিনটি স্টপেজ হল চক্রধরপুর, টাটানগর ও খড়গপুর। যদিও রেলের তরফ থেকে এখনো এই সকল ট্রেনগুলির উদ্বোধন, রুট, স্টপেজ অথবা ভাড়া নিয়ে এখনো পর্যন্ত অফিশিয়ালি কোন ঘোষণা করা হয়নি।

Advertisements