এক চার্জে ১৫০ কিমি, লুক দুর্ধর্ষ, এলো নতুন ই-স্কুটার

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : গত কয়েক বছর যাবত ভারতের বাজারে দু’চাকার সেগমেন্টে নানা পরিবর্তন এসেছে। তবে ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে সারা বিশ্বের যেকোনো বাজারের তুলনায় আমাদের ভারতে তার দাম অপেক্ষাকৃত বেশিই ছিল। কিন্তু পরিবর্তনটা আসে সরকার ইলেকট্রিক স্কুটারের ওপর ভর্তুকি ঘোষণা করবার পর। পূর্বের তুলনায় সস্তা হয়ে যায় ই-স্কুটার।

Advertisements

বর্তমানে ইলেকট্রিক ভেহিকেল তৈরি ও বিক্রির ক্ষেত্রে আদর্শ জায়গা হয়ে উঠেছে ভারত। ভারতের ভেহিকেল স্পেসে নতুন নাম সংযোজন হয়েছে ওয়ান মোটো। এটি একটি ব্রিটিশ ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা যা কমিউটা এবং বাইকা নামক দুটি স্কুটার লঞ্চ করার মাধ্যমে বাজারে এসেছে।

Advertisements

ওয়ান মোটো নামের নতুন একটি হাই স্পিড ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে গত সোমবার। যার নাম ইলেকটা। ভারতে এই স্কুটারটির মূল্য হয়েছে ১.৯৯ লাখ টাকা। তবে ইতিমধ্যেই এই স্কুটারের বুকিং শুরু হয়ে গিয়েছে যার ডেলিভারি পাওয়া যাবে ২০২২ এর ফেব্রুয়ারি থেকে।

Advertisements

আধুনিক ক্লাসিক এই স্কুটারে রয়েছে রেট্রো স্টাইলিং কনট্রাস্টেড ও সাথে মডার্ণ ডিজাইন এলিমেন্টস। অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাথে রয়েছে জিও ফেনসিং, ব্লুটুথ কানেকটিভিটি আইওটি, রাইডিং বেহাভিয়ার তবে এগুলি ব্যবহার করতে কাস্টমারদের ওয়ান অ্যাপ ব্যবহার করতে হবে।

গাড়ির ফিচার সম্পর্কে বলতে গেলে গাড়িটিতে রয়েছে ৪৫ AH লিথিয়াম আয়ন ব্যাটারি এবং একটি ৮KW ডিসি হাব মোটর। গাড়িতে একবার চার্জ দিলে ১৫০ কিমি পর্যন্ত যাওয়ার ক্ষমতা রয়েছে। তার সাথে এই বাইকে রিমুভেবেল ব্যাটারি রয়েছে যার দ্বারা কখনোই রাইডারদের চার্জ কমে যাওয়ার আশঙ্কায় ভুগতে হবেনা। ওয়ান মোটো ইলেকট্রিক স্কুটারে একবার ৪ ঘণ্টা চার্জ দিলেই ১০০ শতাংশ চার্জড আপ হয়ে যাবে।

শুভঙ্কর চৌধুরী, ভারতের ওয়ান মোটো কোম্পানির সিইও এই গাড়ি সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন। উচ্চ মানের এই গাড়িটিকে যে অধিক পণ্য পরিবহনের জন্যই তৈরি করা হয়েছে সাথে স্কুটারের মাধ্যমে ভারতীয় গ্রাহকদের পরিষেবা দিতে চেয়েছেন। ওয়ান মোটো খুব শীঘ্রই তামিলনাড়ু, কেরালা, দিল্লি, পঞ্জাব, হরিয়ানায় পৌঁছে যাবে।

Advertisements