দেশের যেকোনো প্রান্তে মিলবে আপনার অধিকারের রেশন, চালু হচ্ছে জুন থেকে

নিজস্ব প্রতিবেদন : দেশের যে কোন প্রান্তে নিজের অধিকারের রেশন সামগ্রী পাওয়াটা কতটা জরুরি তা হয়তো এই লকডাউন না হলে আমরা সেভাবে টের পেতাম না। ঠিক এমনটাই মত পোষণ করছেন এক রাজ্যের অধিবাসীরা, যারা বর্তমান করোনাভাইরাসের প্রকোপের মুহূর্তে লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন ভিন রাজ্যে।বলাই বাহুল্য এক রাজ্যের অধিবাসীরা অন্য রাজ্যে তাদের রেশন সামগ্রী তুলতে পারলে কষ্ট অনেকটাই লাঘব হতো।

ঠিক সেভাবেই তৃতীয় দফার লকডাউন চলাকালীনই কেন্দ্র সরকারের তরফ থেকে তোড়জোড় শুরু হয়েছে রেশন ব্যবস্থায় বড়োসড়ো পরিবর্তনের জন্য। ২০২০ সালের ১লা জুন থেকে আসতে চলেছে এই পরিবর্তন। দেশের মোট ২০টি রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ‘এক দেশ, এক রেশন ব্যবস্থা’ চালু হতে চলেছে। লকডাউনের কারণে প্রান্তিক মানুষ এবং এক রাজ্যের অধিবাসীরা যারা অন্য রাজ্যে আটকে পড়েছেন, আর্থিকভাবে দুর্বল মানুষেরা যাতে করে ন্যায্য দামে রেশনের খাদ্যসামগ্রী পান সেজন্য কেন্দ্র সরকারকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

‘এক দেশ, এক রেশন ব্যবস্থা’ কার্যকরী করার জন্য ইতিমধ্যেই দেশের ১৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ সমাপ্ত হয়ে গেছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। কাজকে আরও ত্বরান্বিত করতে ওড়িশা, মিজোরাম, নাগাল্যান্ডে দ্রুত গতিতে কাজ চলছে। এই প্রকল্প শুরু হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে এক দেশ এক রেশন ব্যবস্থার সুবিধা পাবেন জনগণ। যেসকল রাজ্য এই প্রকল্পের আওতায় যুক্ত হবেন সেই সকল রাজ্যের জনগণ এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন, “দেশের যেকোনো জায়গায় নিজের অধিকারের রেশন পাওয়ার জন্য আগামী ১লা জুন থেকে দেশের ২০টি রাজ্য নিয়ে চালু হচ্ছে ‘এক ন্যাশন, এক রেশন কার্ড’ ব্যবস্থা।ইতিমধ্যেই এই ব্যবস্থায় জানুয়ারি মাসে ১২টি রাজ্য ও এপ্রিল মাসে ৫টি রাজ্য যুক্ত হয়ে গেছে। বাকি তিনটি রাজ্য যুক্ত হতে চলেছে।”

‘এক দেশ, এক রেশন ব্যবস্থা’র সুবিধা

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানের কথা অনুযায়ী, এর ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে শ্রমিকের কাজ করতে যাওয়া মানুষের সবচেয়ে বেশি উপকৃত হবেন। ঠিকানা বদলালেও আর রেশন কার্ড বদলানোর হ্যাপা থাকবে না। ভর্তুকির খাদ্যশস্য সহজে সবার কাছে পৌঁছে যাবে। এর ফলে একজনের কাছে একাধিক রেশন কার্ড রাখার প্রবণতাও বন্ধ হবে।

রামবিলাস পাসওয়ান আরও জানিয়েছেন, এই ব্যবস্থা চালু হলে যে কেউ যে কোনও পিডিএস দোকান থেকে রেশন তুলতে পারবেন। এর ফলে রেশন সরবরাহ ঘিরে দুর্নীতির সম্ভাবনাও কমবে। এছাড়া দেশজুড়ে রেশন কার্ডে রিয়েল টাইম অনলাইন ডাটাবেস তৈরি করা হবে।