APAAR: ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি রয়েছে! এবার সেরে ফেলতে হবে এই কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

One Nation, One Student APAAR is going to be made mandatory by the central government: বর্তমানে ভারতীয় নাগরিকদের সচিত্র পরিচয় পত্র হিসাবে সবথেকে গুরুত্বপূর্ন নথি হলো আধার কার্ড। বর্তমানে ভারতীয় নাগরিকদের যে কোন গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এই আধার কার্ডের প্রয়োজন হয়। এর আগে ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্যান কার্ডের সঙ্গে আধার, ফোনের সঙ্গে আধার, ব্যাঙ্কের সঙ্গে আধার, গ্যাসের সঙ্গে আধার লিংক করা হচ্ছে। এবার শিক্ষা জগতের সঙ্গে ও আধার কার্ডের লিংক (APAAR) করতে বিশেষ ভাবে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র।

Advertisements

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে জাতীয় শিক্ষানীতির সুপারিশ করা হয়েছে আগেই। এবার সেই জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখেই “ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি” (APAAR) তৈরি করতে তৎপর হয়ে উঠেছে ভারতীয় কেন্দ্র সরকার। এই নীতির মাধ্যমে স্কুলস্তর থেকে একটি ইউনিক আইডি নম্বর প্রতিটি ছাত্র ছাত্রীকে দেওয়া হবে। সেই ইউনিক আইডিতে জমা হবে তার পরীক্ষার নম্বর, মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি।

Advertisements

কোন ছাত্র ছাত্রী যখন স্কুলে ভর্তি হবে তখন থেকেই এই ইউনিক আইডি দেওয়া হবে। এই আইডি চলবে সর্বোচ্চ শিক্ষা অর্থাৎ পিএইচডি স্তর পর্যন্ত। এই ইউনিক আইডি কেই এবার আধার কার্ডের সাথে সংযুক্ত করতে চাইছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার এই আধার লিংক কে বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিবরা স্কুল স্তরে আপার বা অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি উদ্বোধন করলেন কয়েকদিন আগেই। সেখানেই এই ঘোষণা করা হয়।

Advertisements

আরও পড়ুন ? Blue Aadhaar: শুধু সাদা নয়, এবার করাতে হবে ব্লু আধার কার্ডও, জানুন কাজের জন্য

ইউনিক আইডি তৈরির উদ্দেশ্য সম্পর্কে সঞ্জয় কুমার বলেন “প্রত্যেক স্কুলছাত্রকে প্রভিশনাল আপার (APAAR) আইডি দেওয়া হবে। একে অবশ্যই আধারের সঙ্গে লিংক করতে হবে। ডিজি লকারের সঙ্গেও তা সংযুক্ত করতে হবে।” এই ডিজি লকারই হলো সেই ডিজিটাল লকার যেখানে ক্লাউড সার্ভিসের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্ট যেমন মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি ইত্যাদি সেভ করে রাখা যায় এবং প্রয়োজন মতো যে কোনো সময় তা ডাউনলোড করে নেওয়া যায়।

শিক্ষাবিদ দের অনেকের মতে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অত্যন্ত জরুরি পদক্ষেপ হলো এই ডিজি লকার। তবে এতে আধার সংযুক্তিকরণের ঘোষণা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আবার অনেকে মনে করছেন দেশের প্রত্যন্ত গ্রাম গুলিতে যেখানে ইন্টারনেট পরিষেবা ঠিক মতো পাওয়া যায় না সেখানে অনলাইনের মাধ্যমে এই কাজ গুলি করা একেবারেই অসম্ভব। সারা ভারত সেভ এডুকেশন কমিটির তরফে অধ্যাপক তরুণ নস্কর বলেন “একদিকে বলা হচ্ছে, দেশের সর্বত্র অনলাইন ব্যবস্থার সুবিধে নেই। সেখানে সব স্কুলপড়ুয়া এই আইডি পাওয়ার জন্য আধার লিংক কী ভাবে করবে?”

Advertisements