HDFC Home Loan: নতুন সুদের হার দেখে মাথায় HDFC গ্রাহকদের, হোম লোনে এবার বেড়ে গেল খরচ

Prosun Kanti Das

Published on:

Advertisements

HDFC, one of the country’s largest banks, hiked interest rates on home loans: মূল্যবৃদ্ধির যুগে দামি জিনিস নগদ অর্থে কেনা মানুষের হাতের নাগালে। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক লোন তাদের একমাত্র ভরসা। লোন নিয়ে বহু মানুষ তাদের স্বপ্ন পূরণ করে থাকে। যেমন হোমলোন, অটো লোন, পার্সোনাল লোন, এডুকেশনাল লোন, বিজনেস লোন সহজেই দেওয়া হচ্ছে। ফলে অনেকেই ঋণ নিচ্ছেন। এতে ব্যাঙ্ক এবং গ্রাহক দুইপক্ষই লাভবান হচ্ছে। কিন্তু এবার শোনা যাচ্ছে ঋণগ্রহীতাদের জন্য খারাপ খবর। লোনের উপর সুদের হার বৃদ্ধি করছে দেশের প্রাইভেট সেক্টরের বৃহত্তম ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC Home Loan)।

Advertisements

এইচডিএফসি ব্যাঙ্ক এর এই সিদ্ধান্তে টান পড়বে সাধারণ মানুষের পকেটে। যদি কেউ ঋণ (HDFC Home Loan) নেয় তার উপর আরও বেশি সুদ গুনতে হবে। ঋণের উপর ০.০৫ শতাংশ সুদের হার বৃদ্ধি করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে ব্যাঙ্ক এর পক্ষ থেকে। তবে সবকিছুতে না হলেও কয়েকটি খাতের ঋণের উপর সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। ব্যাঙ্কের নিজস্ব বৈঠকে ০.০৫ শতাংশ MCLR বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুদবৃদ্ধির এই সিদ্ধান্তে কি বদল ঘটলো চলুন দেরি না করে জেনে নিই।

Advertisements

এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে কি বলা হয়েছে ব্যাঙ্কের (HDFC Home Loan) তরফ থেকে? ওভারনাইট এমসিএলআর ৮.৬০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৮.৬৫ শতাংশ করা হয়েছে। আবার 3 বছরের এমসিএলআর বাড়িয়ে করা হয়েছে ৯.৩০ শতাংশ। পাশাপাশি, তিন মাসের এমসিএলআর আগে ছিল ৮.৮৫ শতাংশ যার ৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.৯০ শতাংশ করা হয়েছে। আবার ছ’মাসের ক্ষেত্রে এমসিএলআর বাড়ানো হয়েছে ৯.১৫ শতাংশ। এদিকে আবার এক বছরের MCLR ৯.২০ শতাংশতেই স্থির রাখা হয়েছে। সময় ২ বছরের বেশি হলে MCLR ৯.২০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

Advertisements

ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানতে পারবেন, এমাসের ৭ তারিখ থেকে নতুন MCLR রেটগুলি কার্যকর হয়েছে৷ এমসিএলআর বৃদ্ধির কারণেই বিভিন্ন লোন যেমন – হোম লোন, অটো লোন, পার্সোনাল লোন, এভাবে বেড়ে গেছে। এই জন্য গ্রাহকদের উপর এর পুরো প্রভাব পড়বে। নতুন যারা ঋণ (HDFC Home Loan) নিচ্ছেন তাদের এই সুদের হারেই ঋণ নিতে হবে।

সমস্যা হলো দীপাবলির আগেই ব্যাঙ্কের এই সিদ্ধান্ত যথেষ্ট চিন্তার কারণ সাধারণ মধ্যবিত্তর কাছে। সাধারণত দিওয়ালির সময় সবাই কম বেশি কেনাকাটা করে থাকে, তাই পকেটে টান পড়াটা স্বাভাবিক। নানা ব্যাঙ্ক এই সময় লোনের উপর ছাড় দেয়, কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক এই সময়েই সুদের হার বৃদ্ধি করল। শুধু নতুন নয় পুরনো ঋণগ্রহীতাদেরও দিওয়ালির ঠিক আগে মাথায় হাত।

Advertisements