One of the popular budget hatchback cars in the Indian market: বর্তমানে বাজার কাঁপাচ্ছে বৃহত্তম গাড়ি কোম্পানি Tata। বাজারে এনেছে বাজেট মূল্যের নতুন এক হ্যাচব্যাক গাড়ি (Budget hatchback cars)। যা চমৎকার ড্রাইভিং এর অভিজ্ঞতা প্রদান করে থাকে। ড্রাইভার সহ এই গাড়ির অন্যান্য যাত্রীরা আরামদায়ক অভিজ্ঞতা অনুধাবন করে থাকেন এই চার চাকা গাড়িতে সফর করে। সাশ্রয়ী মূল্যের হলেও গাড়ির মাইলেজ রয়েছে চোখ ধাঁধানো। এর পাশাপাশি রয়েছে নতুনত্ব সব ফিচার্স। জেনে নিন টাটার নতুন এই হ্যাচব্যাক চার চাকার দাম সহ ফিচার সম্পর্কে।
বছরের শুরুতে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাও আবার সাশ্রয়ী মূল্যের মধ্যে? তালিকায় রয়েছে টাটা টিয়াগো সিএনজি মডেলের নতুন হ্যাচব্যাক গাড়ি (Budget hatchback cars)। যা পিছনে ফেলেছে হুন্ডাই (hyundai) কোম্পানির গাড়িগুলিকেও। গাড়ির উজ্জ্বল আলো সহ অন্যান্য ফিচারস ক্রেতাদের যে আকর্ষণ করবে তা বলাই বাহুল্য। গাড়ির লুক দেখে প্রেমে পড়তে বাধ্য ক্রেতারা। এছাড়া বিক্রয় পরবর্তী পরিষেবা রয়েছে অত্যন্ত আরামদায়ক ও সুলভ।
প্রথমে আসি গাড়ির ইঞ্জিনের বিষয়ে। টাটার এই হ্যাচব্যাক গাড়িতে প্রদান করা হয়েছে ২৪২ লিটার বুট স্পেস। পাশাপাশি যোগ করা হয়েছে ১.২ লিটারের ইঞ্জিন। প্রতি লিটার এই গাড়ি মাইলেজ প্রদান করে ১৯-২৬ কিলোমিটার। পেট্রোল সহ সিএনজি ভেরিয়েন্ট মিলবে টাটার এই গাড়িতে। ৫ সিটের এই গাড়ির লুক চোখ ধাঁধানো।
আরও পড়ুন ? মাত্র ১০০ টাকায় কেনা যাবে সোনা! গরিবদের কথা ভেবে দারুণ স্কিম আনল TATA
এছাড়াও এই গাড়িতে রয়েছে আরো অন্যান্য ফিচার্স। সেগুলি হল ৫ স্পিড গিয়ার বক্স। ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ট্রান্সমিশনে পাওয়া যাবে এই গাড়ি। ৬টি ভেরিয়েন্ট উপলব্ধ টাটা টিয়াগো সিএনজি মডেলের এই হ্যাচব্যাক গাড়ি। পাওয়ার রয়েছে ৭৩. ৫ পিএস। রঙের দিক থেকেও রয়েছে অপশন। ৫টি রঙের মিলবে টাটার এই হ্যাচব্যাক কার।
দামের কথা যদি বলি এক্ষেত্রে বাজেট মূল্যে পাওয়া যাচ্ছে টাটা টিয়াগোর সাশ্রয়ী হ্যাচব্যাক চার চাকা (Budget hatchback cars)। ৬ লাখের নিচে ৫.৬০ লাখ টাকায় মিলবে এই গাড়ি। পুরো টাকা দিয়ে গাড়ি কিনতে না পারলেও ইএমআই-এর সুবিধা রয়েছে। তবে এক্ষেত্রে বিস্তারিত জানতে হলে শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। তাই স্বপ্ন পূরণ করতে সাশ্রয়ী মূল্যে বাড়িতে আনুন টাটার এই নতুন গাড়ি। ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ুন ভ্রমণে।