Advertisements

কলেজে ভর্তির নিয়মে আসছে বদল, না জানলে পস্তাতে হবে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Examination)। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলেই কলেজে ভর্তির (College Admission) তোড়জোড় শুরু হবে। এমন পরিস্থিতিতে কলেজে ভর্তির ক্ষেত্রে নিয়মে বদল আসছে বলেই জানা গেল রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে (West Bengal Education Dept)।

Advertisements

স্বচ্ছতা এবং নিরপেক্ষতা সহ আরও একাধিক দিক বজায় রাখার জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী এবার চলতি বছর থেকে শুরু হতে চলেছে কেন্দ্রীয় স্তরে অনলাইনে ভর্তি। চলতি শিক্ষা বর্ষ থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

Advertisements

নতুন এই ব্যবস্থার ফলে রাজ্যের কোন কলেজে কটি সিট ফাঁকা রয়েছে তা প্রত্যন্ত এলাকার বাসিন্দারাও জানতে পারবেন একটি মাত্র পোর্টালে। সেখান থেকে তথ্য পাওয়ার পাশাপাশি তারা ওই পোর্টাল থেকেই ভর্তির জন্য আবেদন এবং টাকা জমা দেওয়া সবকিছুই করতে পারবেন। এর ফলে আলাদা আলাদা কলেজে ভর্তির জন্য আলাদা আলাদা ভাবে ওই কলেজের ওয়েবসাইটে আবেদন করার দরকার হবে না।

Advertisements

চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন যে নিয়ম চালু হচ্ছে সেই নিয়ম চালু না হওয়ার আগে পর্যন্ত স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য আলাদা আলাদা কলেজের ফর্ম তুলতে হতো। অনলাইনে আবেদনের ক্ষেত্রেও আলাদা আলাদা কলেজে আবেদন করতে হতো। এবার এই ঝামেলা থেকে পুরোপুরি ভাবে মুক্তি পেতে চলেছেন রাজ্যের উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে চলা পড়ুয়ারা।

রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল গত বছর। তবে সমস্ত কিছু ঠিক হয়ে গেলেও তা চালু করা সম্ভব হয়নি। তবে এই বছর এই ব্যবস্থা পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছেন।

Advertisements