নিজস্ব প্রতিবেদন : খনিজ তেল থেকে শুরু করে খনিজ সম্পদ বিশ্বের কাছে এখন বহু মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। যে সকল দেশ অথবা রাজ্য খনিজ সম্পদের ভান্ডারে পরিপূর্ণ সেই সকল দেশ অথবা রাজ্যের অর্থনৈতিক উন্নতি আকাশছোঁয়া। এবার সেই রকমই ভাগ্য খুলতে চলেছে পশ্চিমবঙ্গের। কারণ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় মিলছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ ও খনিজ তেলের সন্ধান।
খনিজ সম্পদের দিকে নজর রাখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাটির নিচে রয়েছে উন্নতমানের কয়লা। এই জেলার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে সকল জেলার নাম উঠে আসে তা হল পশ্চিম বর্ধমান বীরভূম ইত্যাদি। তবে এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার অশোকনগরে মিলেছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান। ওএনজিসির তরফ থেকে তা উত্তোলনের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে।
অশোকনগরে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ শুরু করার পাশাপাশি নতুন করে আরও এক জায়গায় খনিজ তেলের সন্ধান পাওয়া যায় উত্তর ২৪ পরগনার বনগাঁতে। এরপর আবার নতুন করে খনিজ তেলের সন্ধান বেড়েছে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এই খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত করেছেন।
তবে ভূপতিনগরের ঠিক কত পরিমাণ খনিজ তেল মজুত রয়েছে তা নিশ্চিত করার জন্য সেখানে খুব তাড়াতাড়ি খনন কার্য শুরু করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। চলতি সপ্তাহে স্থানীয় পঞ্চায়েত, ব্লক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে বলেও জানা যাচ্ছে। ওএনজিসি-র তরফ থেকে এই আলোচনা করা হবে এবং তার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুরেও এইরকম খনিজ তেলের সন্ধান মিলেছে বলেও জানা যাচ্ছে সূত্র মারফৎ। সেখানে সবংয়ে মিলেছে খনিজ তেলের সন্ধান। সেখানেও ওএনজিসির তরফ থেকে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে বলে সূত্রের খবর। এই সকল জায়গা ছাড়াও নারায়নগরে তেলের জন্য কাজ চালানো হবে বলে জানা গিয়েছে।