অনলাইনে হাতের মুঠোয় ড্রাইভিং লাইসেন্স থেকে গাড়ির রেজিস্ট্রেশন, রইলো পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মানুষের জীবনের গতি-প্রকৃতিতে বিপুল পরিবর্তন ঘটেছে। জনজীবনে বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। একইভাবে বেড়েছে অনলাইনে বিভিন্ন দরকারি কাজ সেরে নেওয়া। এমত অবস্থায় এই দুয়ের সামঞ্জস্য বজায় রেখে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স থেকে গাড়ির রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

Advertisements

Advertisements

বর্তমানে সরকারের তরফ থেকে অনলাইনে যে ব্যবস্থা আনা হয়েছে তাতে বাড়িতে বসেই নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন, ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা, ফেন্সি নম্বর পাওয়া, ন্যাশনাল পারমিটের জন্য আবেদন করা সহ আরও একাধিক ব্যবস্থাপনা আনা হয়েছে। এই সকল ব্যবস্থার সুবিধা নেওয়ার জন্য গাড়িচালক অথবা গাড়ি মালিকদের যেতে হবে কেন্দ্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে https://parivahan.gov.in/parivahan/ ।

Advertisements

সেখানে এই সকল পরিষেবার অনলাইন সুবিধা পাওয়া যায়। এখন কোন গাড়ির চালক যদি অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পেতে চান অথবা রিনিউ করতে চান তাহলে তাকে ওই ওয়েবসাইটের হোমপেজে থাকা ‘Drivers/ Learners License’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনাকে আপনার রাজ্য বেছে নেওয়ার পর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একাধিক বিকল্প সামনে আসবে। নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হলে ‘Apply for Driving Licence’ অপশনটি বেছে নিতে হবে।

এখানে ক্লিক করলেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কি কি নথি প্রয়োজন হবে তার একটি লিস্ট দেওয়া হবে। সেখানে ‘Continue’ বটনে ক্লিক করলে পরবর্তীতে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে যেটিকে অনলাইনে ফিলাপ করতে হবে। তারপর তার সাবমিট করতে হবে। পাশাপাশি নিজের ছবি এবং ডিজিটাল সাইন আপলোড করতে হবে।

তবে নতুন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষার জন্য এই আবেদনপত্রটি ফিলাপ করার সময় পরীক্ষা দেওয়ার স্লট বুক করতে হবে এবং নির্দিষ্ট দিনে সেই পরীক্ষা দিয়ে আসতে হবে। পুরো প্রক্রিয়ার জন্য ফি বাবদ ২০০ টাকা জমা করতে হবে অনলাইনে। এই ভাবেই অতি সহজে বাড়ি থেকেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির অন্যান্য কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

প্রসঙ্গত, কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রক চলতি বছর ৪ মার্চ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র সংক্রান্ত অতি প্রয়োজনীয় জিনিস নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। যে বিজ্ঞপ্তিতেই জানিয়ে দেওয়া হয় এখন থেকে এই সংক্রান্ত একাধিক কাজের জন্য আর গাড়িচালক অথবা গাড়ির মালিকদের আরটিও অফিসের ছুটে যেতে হবে না। এরই পরিপ্রেক্ষিতে অনলাইনে এসকল ব্যবস্থাপনা।

অনলাইনে এসকল ব্যবস্থাপনা আসার ফলে যেমন মানুষের হয়রানি কমেছে ঠিক তেমনি অতিরিক্ত টাকা খরচের হাত থেকেও রেহাই পাচ্ছেন আবেদনকারীরা।

Advertisements