শর্মিষ্ঠা চ্যাটার্জী : গাড়ির এনওসির জন্য চিন্তিত? আর ভাবতে হবে না এবার বাড়িতে বসেই হবে সমস্যার সমাধান। ব্যস্ত হয়ে এবার থেকে আর ছুটতে হবে না লালবাজারে, কোনো তৃতীয় ব্যক্তির টোপে পড়ে ঝামেলাও পোয়াতে হবে না আর কলকাতা পুলিশের তরফে সব সমস্যার সমাধান করতে আনা হয়েছে ইএনওসি পরিষেবা যার মাধ্যমে বাড়িতে বসেই সহজেই পেয়ে যেতে পারেন গাড়ির লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের এনওসি।
কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে মঙ্গলবার থেকে উক্ত পরিসেবাটি পাওয়া যাবে। গত দু’বছর যাবৎ করোনা পরিস্থিতির কারণে অফিসিয়াল প্রায় সমস্ত পরিষেবার ক্ষেত্রে অনলাইনেই সব কাজ সম্পন্ন হচ্ছে।
এতে মানুষের কাজের ক্ষেত্রে অনেক সুবিধে হচ্ছে। এবার কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মানুষের কথা ভেবেই ইএনওসি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হলো।
গাড়ির ক্ষেত্রে eNOC করতে গেলে কয়েকটি পরপর ধাপের মধ্যে দিয়ে এগোতে হবে।
প্রথম ধাপে, Kolkatatrafficpolice.gov.in পেজটি খুলতে হবে, তারপর, Download eNOC অপশনটিতে ক্লিক করতে হবে। পরের ধাপে, গাড়ির নম্বর, Chassis নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর লিখতে হবে, আর তারপরেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।
ওটিপি কনফার্ম করার পরেই পপ আপে দেখাবে আপনার গাড়িটি ইএনওসি করার উপযুক্ত নাকি, এরপরেই ফাইনাল ধাপে আপনি ইএনওসি পেয়ে যাবেন।
বারংবার এই কাজের জন্য সমস্ত কাগজপত্র নিয়ে লালবাজারে যাওয়া মানুষের পক্ষে খুবই মুশকিল ও সময়সাপেক্ষ হয়ে পড়ত এই ব্যবস্থা চালু হওয়ার ফলে আশা করা যায় সাধারণ মানুষকে আর অসুবিধেয় পড়তে হবেনা। খুব সহজেই বাড়িতে বসে একদিনের মধ্যে পেয়ে যাবেন আপনার ইএনওসি।