পার্থ দাস : অনলাইনে পরীক্ষার দাবিতে এর আগে আন্দোলন দেখা গিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এবার সেই একই ধরনের আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে বীরভূমের একাধিক কলেজে। সিউড়ি বিদ্যাসাগর কলেজ, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, বোলপুরের পূর্ণীদেবী কলেজ, প্রতিটি কলেজেই মঙ্গলবার এই বিক্ষোভ লক্ষ্য করা যায়। তাদের একটাই দাবি, অফলাইনে নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে।
কিন্তু কেন? কারণ জানাতে গিয়ে সিউড়ি বিদ্যাসাগর কলেজের এক ছাত্রী মুখ জানান, অফলাইনে পরীক্ষা হলে সাদা খাতা জমা দিতে হবে। ভালো নম্বর তুলতে পারবে না। অনলাইনে হলে সুবিধা হবেই। ওই কলেজ পড়ুয়া পূজা দাস জানিয়েছেন, “আমাদের সিলেবাস শেষ হয়নি তার জন্য অনলাইনে পরীক্ষা চাই। অফলাইনে পরীক্ষা হলে ভালো নম্বর তুলতে পারব না। খাতার পাতা ছেড়ে চলে আসতে হবে। অনলাইনে হলে সুবিধা তো হবেই। যাইহোক পেরিয়ে যেতে পারবো।”
আন্দোলনরত এই পড়ুয়াদের দাবি, দীর্ঘদিন ধরে করোনা অথবা অন্য কোনো কারণে কলেজ বন্ধ ছিল। সবে মাত্র আড়াই মাস হয়েছে কলেজ খোলা। যে কারণে সিলেবাসের অধিকাংশ অংশ পড়ানো হয়েছে অনলাইনে। এখন এই পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এছাড়াও সিলেবাস এখনো শেষ হয়নি বলেও তাদের অভিযোগ।
যদিও পড়ুয়াদের এই আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচিকে সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা বিক্ষোভ বলতে রাজি নন। তিনি এটা পড়ুয়াদের দাবি-দাওয়া বলেই জানিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন, পড়ুয়াদের এই দাবি তারা বর্ধমান ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানাবেন। কারণ পরীক্ষা অফলাইনে হবে না অনলাইনে তা সিদ্ধান্ত নেবে বর্ধমান ইউনিভার্সিটি।
প্রসঙ্গত, জুন মাস থেকে শুরু হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আওতায় থাকা বিভিন্ন কলেজের সেমিস্টার পরীক্ষা। পড়ুয়াদের দাবি অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের আওতায় থাকা কলেজগুলির পরীক্ষা অনলাইনে নেবে বলে ঘোষণা করেছে। কেবলমাত্র বর্ধমান ইউনিভার্সিটি জানিয়েছে, তারা অফলাইনে পরীক্ষা নেবে। এই পরীক্ষা যাতে অনলাইনে হয় তার জন্য এই আন্দোলন।