রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক অত্যন্ত জরুরি, রইলো অনলাইন পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ড বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিগণিত হচ্ছে। বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে দেশে কঠোর বিধি-নিষেধ অথবা লকডাউন চলাকালীন বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করে রেশন কার্ড আমজনতাকে অক্সিজেন জোগাচ্ছে।

Advertisements

Advertisements

তবে বিভিন্ন রকম জালিয়াতি এবং নানান সুবিধা পাওয়ার জন্য রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরী। পাশাপাশি কেন্দ্রের ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থা, রাজ্য সরকারের রাজ্যের যেকোনো জায়গায় রেশন সামগ্রী তোলার সুবিধা পেতে হলে এই আধার লিঙ্ক বাধ্যতামূলক। যে কারণে আমাদের এই পদ্ধতি জেনে রাখাটাও অত্যন্ত জরুরী।

Advertisements

অনলাইনে আবেদন পদ্ধতি

রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার ক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রবেশ করতে হবে https://food.wb.gov.in/index.aspx ওয়েবসাইটে।

সেখানে যেসকল মেনু রয়েছে তার মধ্যে বেছে নিতে হবে ‘DIGITAL RATION CARD RELATED SERVICES’। এই মেনু বেছে নেওয়ার পর বেছে নিতে হবে ‘Apply For Updation Of Mobile Number And Aadhaar Card For Already Existing Ration Cards’ মেনুটি।

এরপর নিজের মোবাইল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার আবেদন জানানো যাবে অনলাইনে।

এছাড়াও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য আবেদন কারীরা তাদের নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে ওই কেন্দ্রে থাকা অপারেটরকে নিজের রেশন কার্ড নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর দিলে উনি রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করে দেবেন।

রেশন দোকান

এর পাশাপাশি আপনার রেশন ডিলার রেশন দোকান থেকেও আপনি আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে পারবেন। রেশন ডিলাররা e-POS মেশিনের মাধ্যমে আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে দেবেন।

উপরিউক্ত তিন পদ্ধতিতেও যদি কোন গ্রাহক রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে না পারেন সে ক্ষেত্রে ওই ব্যক্তিকে ফর্ম-১১ ডাউনলোড করতে হবে এবং সেই ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে নিকটবর্তী খাদ্য এবং সরবরাহ দফতরের পরিদর্শকের অফিসে।

Advertisements