নিজস্ব প্রতিবেদন : চলতি বছর করোনা প্রকোপের কারণে অধিকাংশ ধর্মীয় অনুষ্ঠান নামমাত্র রীতিনীতি মেনে পালন করা হয়েছে। সংক্রমণের কথা মাথায় রেখে ভিড় এড়াতে জৌলুসহীন ভাবে আয়োজন করা হয়েছে এই সকল অনুষ্ঠানের। যার পরেই সকলের মধ্যেই দুশ্চিন্তা দুর্গা পুজো নিয়ে। কারণ দুর্গোৎসব হলো বাঙালির সবথেকে বড় উৎসব।
যদিও সেই দুশ্চিন্তাকে দূর করে রাজ্য সরকারের তরফ থেকে সর্তকতা এবং স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনের অনুমতি দেওয়া হয়েছে। আর যখন এই দুর্গোৎসবে হাতে মাত্র আর কয়েকটা দিন, যখন আপামর বাঙালিরা মেতে উঠেছেন নিজেদের সাধ্যমত পোশাক-আশাক কিনতে, ঠিক তখন রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হল জেলাভিত্তিক কিভাবে অনলাইনে দুর্গাপুজোর অনুমতি নেওয়া যাবে।
As per the instruction of Hon'ble CM Smt Mamata Banerjee, the process of issuing online permissions for Durga Puja and idol immersions in every district has commenced today. The online permission forms will be available on the website of districts and commissionerates pic.twitter.com/p7drxJDAeL
— West Bengal Police (@WBPolice) October 3, 2020
শনিবার কলকাতা পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত অনলাইনে দুর্গাপুজোর অনুমতি এবং বিসর্জনের অনুমতি প্রদান শুরু হলো শনিবার থেকে।” অর্থাৎ শনিবার থেকেই পুজো উদ্যোক্তরা তাদের নিজেদের নিজেদের জেলার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে পুজোর আয়োজন এবং বিসর্জনের অনুমতির জন্য আবেদন করতে পারবেন।
জেলাভিত্তিক ওয়েবসাইট
প্রসঙ্গত, চলতি বছর করোনাকালে দুর্গাপুজোর অনুমতি দেওয়া হলেও রাজ্য সরকারের তরফ থেকে সংক্রমণ ঠেকাতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের জন্য দূর্গা পূজা সম্পর্কে ১১ দফা নির্দেশিকা জারি করেছে। আর এই সকল নির্দেশিকা জারি করার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান, বিনামূল্যে দমকল ও পৌরসভা অনুমতি এবং বিদ্যুতের বিলের উপর ৫০% ছাড় দিচ্ছে।