নিজস্ব প্রতিবেদন : চলতি বছর করোনা প্রকোপের কারণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নামমাত্র করা হয়। কোথাও কোনো রকম জাঁকজমক লক্ষ্য করা যায়নি। যার পরেই দুর্গা পুজো নিয়ে সংশয় শুরু হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যদি ঠিকঠাক না হয় তাহলে আক্ষেপের শেষ থাকবে না। যে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ১১ দফা গাইডলাইন প্রকাশ করে সমস্ত রকম সর্তকতা মেনে পুজো করার অনুমতি দেন। পাশাপাশি জানানো হয় পুজোর অনুমতি এবার অনলাইনে নিতে হবে।
অনলাইনে পুজোর অনুমতি নেওয়া এবং দেওয়ার পদ্ধতি চলতি সপ্তাহের শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আর এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে আসান (aasaan) নামে একটি পোর্টাল চালু করা হচ্ছে। এই পোর্টালে আবেদন করার পরিপ্রেক্ষিতে পুজো কমিটিগুলি খুব সহজ পদ্ধতিতে পুজো করার অনুমতি পেয়ে যাবেন। এই পোর্টালের মাধ্যমে কলকাতা পুলিশ, সিইএসসি, কেএমসি এবং দমকলের অনুমতি পাওয়া যাবে। যদিও রাজ্যের অন্যান্য জেলার ক্ষেত্রে কি পদ্ধতি আনা হবে তা এখনই জানা যায়নি।
পুজোর অনুমতি নেওয়ার ক্ষেত্রে আসান নামের এই পোর্টালের লিঙ্ক পাওয়া যাবে কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অন্যান্য বেশ কিছু মাধ্যম থেকে বলে জানা গিয়েছে।
তবে চলতি বছর অনুমতি নেওয়ার ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে বেশ কিছু শর্ত মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এই শর্তগুলির মধ্যে রয়েছে, প্রতিমার উচ্চতা, যা সরকারের তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে রাস্তার একটি অংশ ছেড়ে মণ্ডপ তৈরি করা। মণ্ডপে প্রবেশ এবং বাহির হওয়ার ক্ষেত্রে আলাদা আলাদা গেটের ব্যবস্থা রাখা ইত্যাদি। মোটের উপর রাজ্য সরকারের তরফ থেকে যে ১১ দফা নির্দেশিকা জারি করা হয়েছে তা মেনে চলা বাধ্যতামূলক।