নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় থাকা ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি প্রকল্প’- এর মাধ্যমে বাড়ি দেশের মধ্যবিত্ত মানুষেরা বাড়ি তৈরি করার জন্য লোনের আবেদন করতে পারেন। এই প্রকল্পের আওতায় লোনের আবেদন করলে আবেদনকারীকে ন্যূনতম সরকারি রেট অনুযায়ী সুদ দিতে হবে এবং লোনের উপর সর্বাধিক ২.৬৭ লক্ষ টাকা সাবসিডি বা ভর্তুকি পেতে পারেন। এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়া যাবে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত। চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের খুঁটিনাটি এবং অনলাইনে আবেদন পদ্ধতি।
শর্ত : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় থাকা ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’-এর সুবিধা পাওয়ার ক্ষেত্রে কতগুলি শর্ত রাখা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। যেমন আবেদনকারীর বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত। এই ভর্তুকি পাওয়া যাবে কেবলমাত্র আবেদনকারীর প্রথম গৃহঋণের আবেদনের ক্ষেত্রে। আবেদনকারী কত টাকা ভর্তুকি পাবেন তা নির্ভর করবে তার ঋণের উপর। তবে সর্বাধিক ভর্তুকি পাওয়া যাবে ২.৬৭ লক্ষ টাকা। লোন পাওয়া যাবে ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত। আর গৃহঋণ শোধ করতে হবে ২০ বছরের মধ্যে।
অনলাইনে আবেদন পদ্ধতি
১) এই প্রকল্প বা যোজনার আওতায় আবেদনকারীদের আবেদন করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/ এ লগইন করতে হবে।
২) এরপর মেনু অপশন এ গিয়ে খুঁজে নিতে হবে Apply Online বিকল্পটি। যেখানে ক্লিক করলেই পরবর্তী পাতায় নিয়ে যাওয়া হবে আবেদনকারীকে।
৩) এই পর্যায়ে আবেদনকারীর আধার নম্বর এবং নাম নির্দিষ্ট জায়গায় দিতে হবে। আধার নম্বর এবং নাম সঠিকভাবে দেওয়ার পর ‘Click here to indicate that you have read and agree to share Aadhaar’ জায়গায় টিক দিতে হবে। Check বিকল্পে ক্লিক করে পরবর্তী পাতায় পৌঁছাতে হবে।
৪) যেখানে আবেদনকারীর থেকে যা যা তথ্য চাওয়া হবে সেই সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে সেভ করতে হবে। দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর।
৫) এরপর আবেদনকারীকে ফের যেতে হবে https://pmayg.nic.in/netiay/home.aspx সাইটে। যেখানে মেনুতে পাওয়া যাবে ‘Stakeholders’ নামে একটি বিকল্প। সেই বিকল্পে ক্লিক করতে হবে।
৬) ‘Stakeholders’ বিকলপ এর মধ্যে থাকা ‘IAY/PMAYG Beneficiary’ বিকল্পে ক্লিক করতে হবে। এই বিকল্পে আপনার কাছ থেকে চাওয়া হবে ‘Registration Number’।
#Government to extend the Credit Linked Subsidy Scheme #CLSS up to March 2021; 2.5 lakhs middle income families to benefit during 2020-21 #AatmaNirbharBharatPackage pic.twitter.com/SwB4YKWICG
— PIB India (@PIB_India) May 14, 2020
৭) রেজিস্ট্রেশন নম্বর আপনি আগের সাইটে আবেদন করার সময় পেয়ে গেছেন। যদি না থাকে তাহলে ‘Advance Search’ অপশনে ক্লিক করে বিস্তারিত বিবরণ দিয়ে তা পেয়ে যাবেন।