Online Tax Payment: প্রত্যেক নাগরিককে অবশ্যই নিজেদের সম্পত্তির জন্য কর দিতে হয়। কর না দেওয়া কিন্তু আইনত অপরাধ তাই এই নিয়ম পালন করে সকলেই। তবে সম্পত্তিকর দেওয়ার জন্য সাধারণ মানুষকে আর যেতে হবে না পুরসভায়। একেবারে ঘরে বসে আরাম করে দিতে পারবে এই কর। নিশ্চয়ই ভাবছেন কীভাবে সম্ভব? বর্তমান যুগ প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই উন্নত হয়েছে, সম্প্রতি অনলাইনে দ্বারা অনেক কাজ খুব সহজেই করা যায়। সেরকমই সম্পত্তিকর দেওয়া যাবে অনলাইন মাধ্যমে। আজকের প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এই ব্যবস্থা (Online Tax Payment) শীঘ্রই চালু হতে চলেছে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায়। একেবারে অনলাইনেই নিজের বাড়ি ও সম্পত্তির কর দিতে পারবে সাধারণ মানুষ। এখন প্রশ্ন হল এই প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে? ২৩শে ডিসেম্বর থেকে গোটা রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে এই প্রক্রিয়া এমনটাই জানা যাচ্ছে নবান্নের সূত্র অনুযায়ী। তাই বাসিন্দাদের মেনে চলতে হবে নতুন নিয়ম এবং সম্পত্তিকর দিতে হবে অনলাইনের দ্বারাই। এতদিন পঞ্চায়েত এলাকায় কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে অনেক ত্রুটি ছিল। সেইসব সমস্যার সমাধান ঘটবে এবার।
রাজ্যের একাধিক পঞ্চায়েত দপ্তরে ইতিমধ্যেই অনলাইনে কর প্রদান (Online Tax Payment) করার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত দপ্তরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। গ্রামে গ্রামে প্রচার চালাতে বলা হয়েছে শীঘ্রই। মানুষের কাছে যাতে এই খবরটি তাড়াতাড়ি পৌঁছে যায়। নতুন অনলাইন ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা অর্থাৎ কর সঠিক পদ্ধতিতে জমা পড়ছে কিনা সেই বিষয়টি পর্যবেক্ষণ করা হবে টানা একমাস।
আরও পড়ুন:Annual Income Tax: বছরে কত টাকা লেনদেন করলেই আসবে আয়কর নোটিশ, জেনে নিন প্রয়োজনীয় গাইডলাইন
যদি সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই গোটা রাজ্যে এই ব্যবস্থা চালু হয়ে যাবে জোরকদমে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের দীর্ঘদিন ধরেই সমস্যা হচ্ছিল পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দাদের করা আদায়ের ক্ষেত্রে। বর্তমানে যাতে সেইসব সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায় তাই জন্যই এই প্রক্রিয়া চালু করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে অন্যান্য দপ্তরের সঙ্গে, যে কিভাবে এই কর আদায় করা যাবে। সমস্তদিক বিচার বিবেচনা করে অনলাইন মাধ্যমে এই কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষেরা অনলাইন মাধ্যমে কর জমা করে থাকেন এবং বর্তমানে পঞ্চায়েত এলাকার বাসিন্দারাও এই পদ্ধতিতেই সম্পত্তিকর জমা করবে (Online Tax Payment)। পোর্টালের সমস্ত তথ্য আপলোড করা থাকবে তার কত কর জমা হয়েছে। এই পদ্ধতিতে কর দিতে গেলে প্রত্যেককে একটি করে ফর্ম ফিলাপ করে পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। এখনও পর্যন্ত যা হিসেব মিলেছে তাতে দেড় কোটির বেশি বাড়ির তথ্য আপলোড হয়েছে এই পোর্টালে।