‘মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সবাই বেসুরো’, অনুপম হাজরা

অমরনাথ দত্ত : বোলপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার আগে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা শুক্রবার এসে বোলপুর ডাকবাংলো মাঠ গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলেন। আর শুদ্ধিকরণ করার পাশাপাশি তৃণমূল নেতাদের ‘বেসুরো’ মন্তব্য নিয়ে এদিন তিনি মুখ খোলেন। তার কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো ছাড়া তৃণমূলের সবাই বেসুরো।’

বর্তমানে তৃণমূল দল ছাড়ার হিড়িক প্রসঙ্গে অনুপম হাজরা কটাক্ষ করে বলেন, “বেসুরো তো গোটা তৃণমূলই। কেবল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সবাই বেসুরো। ফলে এটা সময়ের অপেক্ষা। আর কয়েক মাস অপেক্ষা করুন দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ওই দলে থাকবেন আর বাকিরা সবাই এই দিকে আসবেন।”

পাশাপাশি তিনি এদিন এটাও দাবি করেন যে, “বীরভূম থেকে আপাতত বড় কারোর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। বীরভূমের দু’একজন মন্ত্রী আছেন যারা রিসেন্টলি যোগাযোগ করেছেন। সময় এলে জানতে পারবেন। তবে বীরভূম খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে এইটুকু গ্যারান্টি দিতে পারি। তবে এখন হয়তো তারা জয়েন করবেন না বা কিছু সময় নেবেন। দুইজনই তো মন্ত্রী আছেন তাদের মধ্যেই কেউ যোগাযোগ করেছেন। যাই হোক কোন না কোন মন্ত্রী আসবেন আরকি।”

যদিও অনুপম হাজরার এই সকল দাবি-দাওয়া নিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি। বরং তিনি অনুপম হাজরাকে কটাক্ষ করে বলেছেন, ‘ফালতু একটা পাগল ছেলে। ওর সম্বন্ধে কিছু বলে নাকি। যার দুপয়সা নিজস্ব দাম নেই তার সম্বন্ধে কি আর বলবো।’