নিজস্ব প্রতিবেদন : দিন দিন প্রতিটি মানুষের হাতে পৌঁছে যাচ্ছে স্মার্টফোন আর স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। সোশ্যাল মিডিয়ার এই ব্যবহার এতটাই বেড়ে গিয়েছে যে তা আবার অনেকের কাছেই একঘেয়েমি জিনিসে পরিণত হয়েছে। প্রতিদিন ফেসবুক, টুইটার ইত্যাদি অনেকের কাছেই বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। তবে এই বিরক্তিকর মুহূর্তেই আলাদা মজা দিতে হাজির অপটিক্যাল ইলিউশন (Optical Illusion), ব্রেন টিজার (Brain Teaser) ইত্যাদি।
এগুলি মূলত এক একটি ধাঁধার খেলা। আর সেই ধাঁধার খেলার জোট উদ্ধার করতে গিয়েই সময় পেরিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের। ধাঁধার এই সকল খেলায় কখনো একটি ছবির মধ্যে থাকা কোন ভুল খুঁজে বের করার কথা বলা হচ্ছে, আবার কখনো বলা হয় একটি ছবির মধ্যে গুচ্ছেক একই ধরনের শব্দ বা অক্ষরের মাঝে অন্য কোন শব্দ বা অক্ষর খুঁজে বের করার কথা। আবার এরই মধ্যে রয়েছে কিছু আজব অংকের সমাধান।
ঠিক সেই রকমই এই যে ছবিটি দেখা যাচ্ছে তাতে বলা হয়েছে 7+5=7 ভুল অংকটি ঠিক করতে হবে। ছবিতে থাকা প্রতিটি অক্ষর এবং সাংকেতিক চিহ্ন করা হয়েছে দেশলাইয়ের কাঠি দিয়ে। এক্ষেত্রে বলা হয়েছে এই ভুল অংক ঠিক করার জন্য কেবলমাত্র একটি দেশালাইয়ের কাঠি সরানো যেতে পারে। অনেকেই এই অংকের সমাধান করতে হিমশিম খেয়েছেন, আবার যারা জিনিয়াস তারা কয়েক সেকেন্ডের মধ্যেই একটি কাঠি ছড়িয়ে অংকটি ঠিক করে দিয়েছেন।
অংকটি ঠিক করার ক্ষেত্রে অনেককেই রয়েছেন যারা রীতিমতো খুঁজে পাচ্ছেন না তা কিভাবে ঠিক করা যায়। কেননা 7+5=7 কখনোই হয়না, 7+5=12 হয়। আবার এই অংক ঠিক করতে কেবলমাত্র একবার একটি কাঠি সরানো যাবে। তাহলে কিভাবে সম্ভব? যারা ঠিক করতে পেরেছেন তাদের অভিনন্দন আর যারা ঠিক করতে পারেননি তাদের এর সমাধান দেখিয়ে দেওয়া হচ্ছে এই প্রতিবেদনে।
দেশালাইয়ের কাঠি দিয়ে তৈরি করা এই অংকের 7 এর মাথায় থাকা দেশালাইয়ের কাঠিটি যদি সরিয়ে আনা হয় এবং সেটিকে যদি 5 এর নিচের অংশে যোগ করা হয় তাহলে তা হয়ে যাবে 6। আবার 7 এর মাথা থেকে একটি কাঠি সরিয়ে দেওয়ার ফলে সেটি হয়ে দাঁড়িয়েছে 1। সুতরাং এবার অংকটি দাঁড়ালো 1+6=7।