Only the sharp-eyed will spot the opposite 2 in a crowd of 2: সম্প্রতি সোশ্যাল মিডিয়া হলো মানুষের আরেক বন্ধু। সোশ্যাল মিডিয়াতে আপনি যদি সময় কাটাতে চান কিংবা কোন মনোরঞ্জন চান তার একাধিক উপায় পেয়ে যাবেন। তার মধ্যে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusions) বিভিন্ন রকম ছবি সত্যি খুব মজাদার এবং এটি দৃষ্টিশক্তির বিভ্রম ঘটাতে সাহায্য করে। শুধুমাত্র যেসব ব্যক্তিদের দৃষ্টিশক্তি ঈগলের মতো তীক্ষ তারাই সঠিক সময়ের মধ্যে অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করতে পারবেন। কিন্তু একেক সময় ধাঁধাগুলো এতই কঠিন হয় যার নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করা যায় না।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই সমস্ত অপটিক্যাল ইলিউশনের (Optical Illusions) ছবিগুলো যদি প্রত্যেকদিন অভ্যাস করা যায় তাহলে অবশ্যই মস্তিষ্কের কর্মক্ষমতা এবং দৃষ্টিশক্তির উন্নতি ঘটবে। নেট দুনিয়াতে এরকম ছবি প্রায়ই দেখা যায়। এরকমই একটি ছবির মধ্যে লুকিয়ে থাকা উল্টো ‘2’ সংখ্যাটিকে খুঁজে বার করতে রীতিমতো বেগ পেতে হবে সবাইকে। পাঠকদের সামনে সেই ধাঁধার ছবিটি তুলে ধরা হলো।
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটির দিকে যদি একদৃষ্টে তাকিয়ে থাকেন তাহলে দেখবেন শুধুমাত্র ইংরেজিতে সর্বত্র ‘2’ সংখ্যাটি লেখা রয়েছে। সমস্ত ছবি জুড়েই রয়েছে সংখ্যাটি। কিন্তু সময়ের মধ্যেই আপনাকে খুঁজতে হবে ‘2’-র ভিড়েই লুকিয়ে থাকা একটি উল্টো ‘2’কে। এই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusions) ছবিগুলো মানুষের বুদ্ধিকে আরো প্রখর।
আপনিও অপটিক্যাল ইলিউশনের (Optical Illusions) এই ছবিগুলো দেখে সমস্যার সমাধান করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে, নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে উল্টো 2 কে। কিন্তু যদি কোন কারনে খুঁজে না পান সে ক্ষেত্রে নিরাশ হবেন না, একটি লাল বৃত্তের মাধ্যমে সংখ্যাটিকে চিহ্নিত করে দেওয়া হবে।
তবে আপনি যদি মনস্থির করে সংখ্যাটিকে খুঁজে বার করেন তাহলে ধাঁধার সমাধান করে দেখতে পেয়ে যাবেন কোথায় রয়েছে উল্টো ‘2’ সংখ্যাটি। কিন্তু অবশ্যই আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে সংখ্যাটিকে খুঁজে বার করতে হবে। যদি পারেন তাহলেই বোঝা যাবে আপনার দৃষ্টিশক্তি সত্যি প্রখর।