Open fixed deposit account in Post Office FD Scheme for just rupees 200: ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করাটা কতটা প্রয়োজন তা করোনা কালীন সময়ে উপলব্ধি করেছে সকলে। ফলেই বর্তমানে যে যতটুকু আয় করেন তার মধ্যেই সঞ্জয় করার চেষ্টা করেন। তবে এমনি সঞ্চয়ে সেরকম কোনো লাভ নেই। ভবিষ্যতের চিন্তা দূর করতে সঞ্চয় করুন বিনিয়োগ প্রকল্পগুলিতে। যার মধ্যে অন্যতম হলো পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম (Post Office FD Scheme)। যা বিনিয়োগের এক প্রাচীনতম প্রকল্প। অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় এই স্কিমটি অত্যন্ত নিরাপদ। যেখানে নির্দিষ্ট মেয়াদে অল্প টাকা বিনিয়োগ করলেও ভালো পরিমাণ অর্থ রিটার্ন পাওয়া যায়। আসুন সেই প্রকল্পের সুদের হার, প্রকল্প থেকে কতটা লাভ পাওয়া যাবে তার হিসেব-নিকেশ জেনে নেওয়া যাক।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম (Post Office FD Scheme) কি? এটি একটি নিরাপদ বিনিয়োগকারী প্রকল্প। যা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তায় থাকে। যেখানে ১ বছর, ২ বছর, ৩ বছর অথবা সর্বোচ্চ ৫ বছর মেয়াদে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা যায়। তবে বিনিয়োগ অর্থ এবং মেয়াদের উপর নির্ভর করে সুদের হার দেওয়া হয়।। যা ৩ মাস ছাড়া বা বছরে প্রদান করা হয়। পাশাপাশি একটি অ্যাকাউন্টে একটি ফিক্সড ডিপোজিট ওপেন করা যায়। ফলে একাধিক FD করতে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা অন্য পোস্ট অফিসে স্থানান্তর করতে পারেন।
সুদ কেমন প্রদান করা হয়? পোস্ট অফিসের এই স্কিমে মেয়াদ অনুযায়ী সুদ বৃদ্ধি হয়। অর্থাৎ ১ বছরের মেয়াদে অ্যামাউন্টের উপর ৬.৯০ শতাংশ সুদ প্রদান করা হয়। ৭ শতাংশ সুদ দেওয়া হয় ১-৩ বছরের মেয়াদে। অপরদিকে ৩-৫ বছরের মেয়াদে নির্দিষ্ট অ্যামাউন্টের উপর সুদ প্রদান করায় ৭.৫০ শতাংশ।
উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি ১ বছরের মেয়াদে এককালীন ২৫,০০০ টাকা বিনিয়োগ করেন এক্ষেত্রে ৬.৯০ শতাংশ হারে সুদ সমেত অর্থ পাবেন ২৬,৭২৫ টাকা। অর্থাৎ সুদ পাবেন ১৭২৫ টাকা। অপরদিকে ৩ বছরের মেয়াদের ৭ শতাংশ হারে ২৫,০০০ টাকায় রিটার্ন মিলবে ২৬,৭৫০ টাকা। ৭.৫০ শতাংশ সুদের হারে ২৫,০০০ টাকায় ৫ বছরের মেয়াদে পাওয়া যাবে ২৬,৮৭৫ টাকা। ন্যূনতম ২০০ টাকা বিনিয়োগ করেও এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
তবে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট প্রকল্পে (Post Office FD Scheme) বিনিয়োগের পর থেকে টানা ৬ মাস এই অর্থ তোলা যাবে না। ৬ মাস পর প্রয়োজনে যদি প্রি-ম্যাচিওর করেন সেক্ষেত্রে অ্যামাউন্টের উপর এক শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও এই বিনিয়োগ অর্থ থেকে প্রয়োজনে লোন নেওয়া যেতে পারে। পরবর্তী বছরে তা রিনিউ করার সুবিধাও রয়েছে।