নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এখন সীমিত কিছু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন দিকে তারা তাদের ব্যবসা ছড়িয়ে দিচ্ছে। ঠিক সেই রকমই এবার তাদের তরফ থেকে তৈরি করা হলো দেশের সবচেয়ে বড় মল। বিলাসবহুল এই জিও ওয়ার্ল্ড প্লাজা (Jio World Plaza) গত ১ নভেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
Jio World Plaza চারটি স্তরে বিস্তৃত এবং এর মোট এলাকা হল ৭ লক্ষ ৫০ হাজার বর্গফুট। এটি মুম্বাইয়ের কেন্দ্রস্থল বান্দ্রা কুরলা কমপ্লেক্সে তৈরি করা হয়েছে। মূলত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ব্র্যান্ড এবং দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের একত্রীকরণ করার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ইশা আম্বানি পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং তারই বাস্তবায়ন রূপ হল এই মল। এই মালটি তৈরি করা হয়েছে পদ্মফুল এবং প্রাকৃতিক অন্যান্য উপাদান দ্বারা অনুপ্রাণিত হয়ে।
মলটি তৈরি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক আর্কিটেকচার, ডিজাইন ফার্ম টিভিএস এবং রিলায়েন্সের সহযোগিতায়। এখানে রয়েছে সুন্দর কলাম, মার্বেল দিয়ে ঢাকা মেঝে, উঁচু খিলান যুক্ত ছাদ এবং উন্নতমানের আলোর ব্যবস্থা। এই প্লাজায় পাওয়া যাবে অন্ততপক্ষে ৬৬ রকমের বিলাসবহুল ব্র্যান্ড। যে সকল ব্র্যান্ডের নাম শুনলেই রীতিমতো আনন্দে আটখানা হয়ে উঠবেন ভারতীয়রা।
এই প্লাজায় যে সকল ব্র্যান্ড রয়েছে সেগুলির মধ্যে কয়েকটি হল ব্যালেন্সিয়াগা, জর্জিও আরমানি ক্যাফে, পটারি বার্ন কিডস, স্যামসাং এক্সপেরিয়েন্স সেন্টার, ইএলএন্ডএন ক্যাফে, রিমোওয়া, মুম্বই ভ্যালেন্টিনো, টোরি বুর্চ, ওয়াইএসএল, ভার্সেস, টিফানি, লাডুরি, পোটারি বার্ন, লুই ভিটন, গুচি, কার্টিয়ের, ব্যালি, জর্জিও আরমানি, ডিওর, ওয়াইএসএল এবং বুলগারি।
Media Release – Jio World Plaza Opens in Mumbai, setting the bar for top-end retail and entertainment experiences in India
Mumbai, October 31, 2023: Reliance Industries Limited today announced the opening of Jio World Plaza, an immersive retail destination for top-end, global… pic.twitter.com/n4ySQIL7XX
— Reliance Industries Limited (@RIL_Updates) October 31, 2023
রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের এই প্লাজায় রয়েছে ভিআইপি দরজার ব্যবস্থা। এখানে ব্যক্তিগত কেনাকাটার পাশাপাশি প্লাজায় আসা মানুষেরা মাল্টিপ্লেক্স থিয়েটার, গুরমেট ফুড এম্পোরিয়ামের মতো পরিষেবাও পাবেন। এছাড়াও প্লাজার কাছেই রয়েছে নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেন।